ইস্টবেঙ্গলে এবার হয়ত অস্ট্রেলিয়ান প্রাচীর! কামিন্সের পুরোনো ক্লাবের প্রাক্তনীর সঙ্গে আলোচনা শুরু

ইস্টবেঙ্গলে দেখা যেতে পারে দুর্দান্ত সেন্টার ব্যাককে

ইস্টবেঙ্গলে দেখা যেতে পারে দুর্দান্ত সেন্টার ব্যাককে

author-image
Subhasish Hazra
New Update
NULL

গত সিজনে ইস্টবেঙ্গলের রক্ষণে জুটি বেঁধেছিল সাইপ্রাস-স্প্যানিশ জুটি। ইভান গঞ্জালেজ চুক্তি অনুযায়ী এবার রয়ে গিয়েছেন লাল হলুদে। এবার তার সঙ্গেই জুটি বাঁধতে পারেন অজি সেন্টার ব্যাক জোনাথন আসপ্রো। জানা যাচ্ছে ইস্টবেঙ্গল ২৭ বছরের স্টপারকে নিতে আগ্রহী। কথাবার্তাও শুরু হয়েছে।

Advertisment

সিডনির এই ফুটবলার যুব পর্যায়ে খেলেছেন সিডনি ইউনিভার্সিটি, সিডনি অলিম্পিক, আপিয়া লেইখার্ড, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সে।

আরও পড়ুন: কলকাতার সংস্থার হাত ধরেই ভারতীয় ফুটবলে ফের আতলেতিকো মাদ্রিদ! বিরাট ঘটনায় তোলপাড়

সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে ২০১৫-এ ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স-এর হয়ে। ওয়ান্ডার্সে টানা তিন সিজন খেলেছেন তিনি। মোহনবাগানে আপাতত সবথেকে হিট জেসন কামিন্স যে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের জার্সিতে গত সিজনে খেলেছেন, সেই দলের হয়েও খেলেছেন জোনাথন। খেলেছেন ওয়েস্টার্ন ইউনাইটেড, পারথ গ্লোরি-র হয়েও। এ লিগে প্রায় একদশক অভিজ্ঞতা নিয়ে খেলে আইএসএল-এ নাম লেখাতে পারেন তিনি। নতুন ঠিকানা হতে পারে ইস্টবেঙ্গল। গত সিজনে খেলেছেন ম্যাকআর্থার এফসিতে।

Advertisment

অস্ট্রেলিয়ার যুব পর্যায়ে জাতীয় দলের প্রাক্তন তারকা জোনাথন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, পারথ গ্লোরির হয়ে। জাতীয় দলের ক্যাপ্টেনও ছিলেন তিনি। গ্রিক বংশোদ্ভূত তারকা ফুটবলার যদি ইস্টবেঙ্গলে সই করেন, তা বেশ নজরকাড়া সংযোজন হতে পারে।

আরও পড়ুন: ATK-র ISL চ্যাম্পিয়ন তারকাকে চাইছে ইস্টবেঙ্গল! ফের কলকাতায় ফিরবেন সুপারস্টার

দল বদলে এবার মাঠে কোমর বেঁধে নেমেছে ইমামি ইস্টবেঙ্গল। বাজেট বাড়িয়ে অন্যান্য দলের একাধিক প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সই করিয়েছে লাল-হলুদ শিবির। নিশু কুমার, নন্দকুমার, মন্দার রাও দেশাই, এডুইন ভান্সপাল, হরমনজোৎ খাবরাদের মত আইএসএল অভিজ্ঞ তারকাদের যেমন সই করেছে ইস্টবেঙ্গল। তেমন বিদেশির কোটায় নিয়ে আসা হয়েছে জেভিয়ের সিভেরিও, সাউল ক্রেসপো, বোরহা হেরেরাদের। গত সিজনের ক্লেইটন সিলভা, ইভান গঞ্জলেজ রয়েছেন। জোনাথন সই করলে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশির কোটা পূর্ণ হয়ে যাবে।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal FC