Advertisment

ATK-র ISL চ্যাম্পিয়ন তারকাকে চাইছে ইস্টবেঙ্গল! ফের কলকাতায় ফিরবেন সুপারস্টার

এটিকের প্রাক্তন তারকাকে কি কলকাতায় ফেরাতে পারবে ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
NULL

এটিকের হয়ে খেলেছেন। আবার এটিকে মোহনবাগানের জার্সিতেও কলকাতায় খেলেছেন। টানা পাঁচ বছর কখনও এটিকের লাল-সাদা, কখনও আবার সবুজ মেরুন জার্সিতে খেলেছেন। সেই জয়েশ রানেকেই এবার দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে। অন্তত খবর সেটাই বলছে। ইস্টবেঙ্গলের সঙ্গে বেঙ্গালুরু এফসির একপ্রস্থ কথা হয়েছে জয়েশ রানেকে পাওয়ার জন্য।

Advertisment

ইস্টবেঙ্গল এবার সমর্থকদের ভরসা জাগানোর মতই দল গড়ছে। নিশু কুমার, নন্দকুমার, মন্দার রাও দেশাই, এডুইন ভান্সপালদের যেমন সই করিয়েছে ইস্টবেঙ্গল। তেমন বিদেশির কোটায় এবার লাল-হলুদ জার্সিতে দেখা যাবে জেভিয়ের সিভেরিও, বোরহা হেরেরাদের। বেঙ্গালুরু থেকে আগেই ইস্টবেঙ্গল সই করিয়েছিল লাল-হলুদের পুরোনো সৈনিক হরমনজোৎ খাবরাকে। এবার সেই বেঙ্গালুরুর জয়েশ রানেকেও দেখা যেতে পারে ইস্টবেঙ্গলে।

আরও পড়ুন: দু-বার প্রত্যাখ্যাত মোহনবাগান! এবার সেরা তারকার জন্য ৩ কোটি টাকা ট্রান্সফার ফি-ই চাইল কেরালা

৩০ বছর বয়সী জয়েশের সিনিয়র পর্যায়ে অভিষেক মুম্বই এফসির হয়ে। ২০১৪-য় জয়েশ রানে আইএসএল-এর সূচনা মরশুমেই চেন্নাইয়িনের হয়ে লোনে অভিষেক ঘটিয়ে ফেলেন ক্রোড়পতি এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

চেন্নাইয়িনে দু-বছর খেলার পর রানে কলকাতায় পাড়ি জমান। শেরিংহ্যাম-আশলে ওয়েস্টউড জমানায় এটিকে শিবিরে নাম লেখান। ২০১৯-এ এটিকের জার্সিতে প্ৰথমবার চ্যাম্পিয়ন হন।

এটিকের সঙ্গে মোহনবাগানের মার্জারের পরেও এক সিজন খেলেন জয়েশ রানে। এরপরে গত দুই সিজন ধরেই জয়েশ রানের ঠিকানা বেঙ্গালুরু এফসি।

৩০ বছরের তারকা ফুটবলার ভারতীয় ফুটবলে বেশ অভিজ্ঞ। ১৯৭ ম্যাচ খেলে ফেলেছেন আইলিগ, আইএসএল মিলিয়ে। মাঝমাঠে ইস্টবেঙ্গলের বড় ভরসা হতে চলেছেন তিনি।

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment