Advertisment

Man U প্রিমিয়ার কাপ জেতা লোবেরার শিষ্যকে চাইছেন কুয়াদ্রাত! বড় সইয়ের পথে ইস্টবেঙ্গল

আইএসএল-এর অন্যতম সেরা তারকাকে পেতে ঝাঁপাল ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
NULL

বিদেশি তো বটেই, দেশীয় ফুটবলার বাছাইয়ের কাজ নিভৃতে করে চলেছে ইস্টবেঙ্গল। একের পর এক তারকা দেশীয় ফুটবলার সই করিয়ে এবার শক্তিশালী দল গঠনের পথে হাঁটছে লাল-হলুদ শিবির। নিশু কুমার, নন্দকুমার, মন্দার রাও দেশাইদের মত ঘরোয়া ফুটবলে সাড়া জাগানো মুখদের সই করিয়েছে ইস্টবেঙ্গল। সরকারিভাবে যদিও কেবল নন্দকুমারের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisment

এবার সূত্রের খবর, হায়দরাবাদ এফসির সেন্টার ব্যাক চিঙ্গলসানা সিংকে টার্গেট করছে কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে মণিপুরী ডিফেন্ডারের। সেই চুক্তি ভেঙে ট্রান্সফার ফি দিয়েই ইস্টবেঙ্গল সই করাতে চাইছে ২৬ বছরের তারকাকে। ইস্টবেঙ্গলের সঙ্গেই সানা সিংয়ে পাওয়ার লড়াইয়ে রয়েছে চেন্নাইয়িন এফসিও। তবে এগিয়ে ইস্টবেঙ্গলই।

মাহিন্দ্রা ইউনাইটেডের যুব দল থেকে উত্থান চিঙ্গলসানার। ২০১০-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রিমিয়ার কাপ-ও জেতেন তিনি। মাহিন্দ্রা ইউনাইটেড পর্ব শেষ হওয়ার পর টাটা ফুটবল একাডেমিতে যোগ দেন তিনি। যুব পর্যায়ে ইংল্যান্ড ট্যুরে গিয়ে শেফিল্ড ইউনাইটেডের যুব দলের হয়েও খেলেছেন।

সিনিয়র পর্যায়ে চিঙ্গলসানার অভিষেক ঘটে শিলং লাজংয়ের হয়ে। পরের সিজনেই শিলংয়ের ক্লাবটির থেকে লোনে দিল্লি ডায়নামোজের হয়ে আইএসএল-এ আত্মপ্রকাশ। জামব্রোতার কোচিংয়ে প্ৰথম সিজনেই ১২ ম্যাচ খেলেন তারকা। শিলংয়ের সঙ্গে চুক্তি শেষের পর চিঙ্গলসানা টানা তিন সিজন খেলেন এফসি গোয়ায়। সের্জিও লোবেরার কোচিংয়ে গোয়াতেই খেলেছেন তিনি। ২০২০-এ হায়দরাবাদ এফসির সঙ্গে দু-বছরের চুক্তি করেন সানা সিং। সেখানেই মানোলো মার্কুয়েজের কোচিংয়ে প্ৰথমবার আইএসএল জয়ের স্বাদ পান। ক্লাব ফুটবলের এই তারকা জাতীয় দলের হয়েও ফুল ফুটিয়েছেন। ২০২১ থেকেই টিম ইন্ডিয়ার হয়ে নিয়মিত। জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

তারকা এই ডিফেন্ডার রক্ষণে যে ইস্টবেঙ্গলের বড়সড় ভরসা হতে চলেছেন, তাতে সন্দেহ নেই।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment