ATK-র জার্সিতে কলকাতায় খেলে গিয়েছিলেন! ইস্টবেঙ্গলের টার্গেটে জাতীয় দলের সুপারস্টার

বড় তারকায় নজর ইস্টবেঙ্গলের

বড় তারকায় নজর ইস্টবেঙ্গলের

author-image
Subhasish Hazra
New Update
NULL

বুধবারই আইএসএল-এর সবথেকে দামি গোলকিপারের রেকর্ড চুক্তি করে ইস্টবেঙ্গল সই করে ফেলল প্রভসুখন গিলকে। গতবারের তুলনায় বাজেট বাড়িয়ে এবার রীতিমত হেভিওয়েট দলগুলোকে পাল্লা দেওয়ার মত স্কোয়াড গড়ছে লাল-হলুদ। একের পর এক জাতীয় স্তরের তারকা ফুটবলারদের সই করিয়েছে কুয়াদ্রাতের লাল-হলুদ শিবির।

Advertisment

এডুইন ভান্সপাল, হরমনজোৎ খাবরা, নিশু কুমার, নন্দকুমার যেমন এবার ইস্টবেঙ্গলমলের বাসিন্দা, তেমন ব্যাক আপ স্কোয়াডে ইস্টবেঙ্গল সই করাচ্ছে প্রভসুখন গিলের দাদা গুরসিমরত সিং গিল, স্ট্রাইকার গুরকিরত সিং। উঠতি প্রতিভা হিসাবে ইস্টবেঙ্গল সই করাতে চলেছে ভানলালপেকে গুইতে, গুরনাজ সিং গ্রেওয়ালকে।

মাঝমাঠের শক্তি বাড়াতে এবার ইস্টবেঙ্গলের নজরে হায়দরাবাদ এফসির মিডফিল্ডার জিতেশ শর্মা। চন্ডীগর ফুটবল একাডেমির প্রোডাক্ট হিতেশ শর্মা। পরে টাটা ফুটবল একাডেমিতেও দক্ষতায় শান দিয়েছেন।

আরও পড়ুন: মাঝমাঠের শক্তি বাড়াতে দুই বিস্ময় প্রতিভায় নজর ইস্টবেঙ্গলের! চুক্তি প্রায় পাকা

Advertisment

২৫ বছরের তারকা আইলিগে-এ অভিষেক ঘটান মুম্বই এফসির জার্সিতে। প্ৰথম সিজনে আইলিগে খেলার পরেই আইএসএল-এ হিতেশের আত্মপ্রকাশ ঘটে এটিকের জার্সিতে। টানা দুই সিজনে হিতেশ এটিকের হয়ে ২৭ ম্যাচে অংশ নেন।

২০১৯/২০ সিজন থেকেই হিতেশ হায়দরাবাদ এফসির সদস্য। গত চার সিজনেই হিতেশ হায়দরাবাদের জার্সিতে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন।

জাতীয় দলেও খেলেছেন হিতেশ। ২০১৮-য় সাফ চ্যাম্পিয়নশিপের রানার্স আপ স্কোয়াডের অংশ ছিলেন তিনি। ধারাবাহিকতার অভাব রয়েছে হিতেশের। এই কারণেই জাতীয় দলে নিয়মিত নন তিনি। গত সিজনে হায়দরাবাদের জার্সিতে মানোলো মার্কুয়েজকে সেভাবে ভরসা জোগানোর মত পারফরম্যান্স উপহারও দিতে পারেননি।

২০২৪ পর্যন্ত হিতেশের সঙ্গে চুক্তি রয়েছে হায়দরাবাদের। তারকাকে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে নাকি লোন চুক্তিতে দলে নিয়ে আসে, সেটাই এখন দেখার।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal FC