Advertisment

বিশ্বকাপে বাঙালির মুখ উজ্জ্বল করেছিলেন! তাঁকে পেতেই এবার ঝাঁপাল ইস্টবেঙ্গল

বাঙালি সুপারস্টারকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
East Bengal

ইস্টবেঙ্গল (এক্সপ্রেস ফটো: শশী ঘোষ)

যুব বিশ্বকাপে খেলেছেন। তারপর আইএসএল-এ নিয়মিত খেলে চলেছেন। এবার ডাক পেয়ে গিয়েছেন জাতীয় দলেও। বঙ্গ ফরোয়ার্ড রহিম আলিকে এবার পেতে ঝাঁপাল ইস্টবেঙ্গল। ২০১৯ থেকে চেন্নাইয়িন এফসি কার্যত ঘরবাড়ি হয়ে গিয়ে ইছাপুরের বাঙালি তারকার। তবে এবার যুব বিশ্বকাপে খেলা রহিমকে শহরে ফেরাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল।

Advertisment

জানা যাচ্ছে রহিম আলির সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে চেন্নাইয়িনের। তাই ইস্টবেঙ্গলকে কিনতে হলে ট্রান্সফার ফি দিয়েই রহিম আলিকে দলে নিতে হবে। এক কোটি টাকা পর্যন্ত ট্রান্সফার ফি চাওয়া হয়েছে চেন্নাইয়িনের তরফে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল দর কষাকষি চালিয়ে যাচ্ছে। তবে রহিমকে পাওয়া নিয়ে অনেকটাই আশাবাদী ইস্টবেঙ্গল শিবির।

জাতীয় স্তরে উঠতি প্রতিভা তিনি। এবার ইস্টবেঙ্গল সুমিত পাসিকে ছেড়ে দিয়েছে। নাওরেম মহেশ, মোবাশির রহমান থাকলেও তরুণ একজন ফরোয়ার্ডকে ব্যাক আপ হিসাবে তৈরি রাখতে চাইছে। সেইজন্যই রহিম আলির জন্য ময়দানে নেমে পড়েছে ইস্টবেঙ্গল।

আইলিগে ইন্ডিয়ান এরোজের হয়ে খেলে উত্থান। আইলিগে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদেই রহিম জায়গা পেয়ে গিয়েছিলেন ভারতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে। আইএসএল-এ ২০১৯/২০ সিজনে চেন্নাইয়িনের হয়ে অভিষেকেই ঝড় তুলে দেন।

আরও পড়ুন: দেশের সেরা প্রতিভায় নজর পড়ল মোহনবাগানের! প্রীতমকে ছাড়তে পারে সবুজ মেরুন

তারপরেই জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ ডেকে নিয়েছিলেন জাতীয় দলে। তবে সিনিয়র দলের হয়ে এশিয়ান কাপে নামার আগেই চোটের জন্য বেশ কয়েকমাস ছিটকে যেতে হয় তারকাকে।

তবে জাতীয় দলে খেলার জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। বাহরিন, নেপালের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে যেমন খেলেছেন, তেমন সাফ কাপের তিনটে ম্যাচেই ইগর স্টিম্যাচ খেলিয়েছিলেন রহিমকে।

সেন্টার ফরোয়ার্ড হিসাবেও যেমন খেলতে পারেন তেমন উইথড্রয়াল বা উইং পজিশন থেকেও অপারেট করতে স্বছন্দ ২৩ বছরের তারকা। ইস্টবেঙ্গল রহিম আলিকে নিতে পারলে ক্লেইটন, মহেশের সঙ্গে রহিম- টুর্নামেন্টের অন্যতম সেরা আক্রমণভাগ হয়ে উঠতে পারে।

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment