স্প্যানিশ ফ্লেভারেই আস্থা রাখতে চলেছে ইস্টবেঙ্গল। দ্য ব্রিজ-এর প্রতিবেদনে বলে দেওয়া হল, ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক পজিশনে সই করাতে চলেছে বোরহা গ্র্যানেরোকে। বিদেশির কোটায় এমনিতেই কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল এবার সই করিয়েছে সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, জেভিয়ের সিভেরিওকে। গত সিজন থেকে রিটেন করা হয়েছিল ক্লেইটন সিলভাকে।
টিম ম্যানেজমেন্টের পছন্দ না হলেও চুক্তি থাকা কারণে ইস্টবেঙ্গল স্কোয়াডে রাখা হয়েছিল স্প্যানিশ সেন্টার ব্যাক ইভান গঞ্জালেজকে। ছেড়ে দিতে হলে পুরো মরশুমের অর্থ দিতে হবে, এমনটাই দাবি করা হয়েছিল ইভানের তরফ থেকে। আর্থিকভাবে যাতে কোনও সমঝোতায় আসা যায়, সেই নিয়েই আলোচনা চলছিল এতদিন। ঘটনা হল, বোরহা গ্র্যানেরোকে সই করাতে হলে ইভানকেই ছাড়তে হবে ইস্টবেঙ্গলের। কারণ বাধ্যতামূলকভাবে বাছাই পাঁচ বিদেশির মধ্যে একজনও এশীয় কোটার ফুটবলার নেই।
এমনিতে বোরহা গ্র্যানেরোর প্রোফাইল বেশ ঝকঝকে। স্টপার তো বটেই ডিফেন্সিভ মিডিও হিসাবেও খেলতে পারেন। ভ্যালেন্সিয়ার যুব দলের সেট আপ থেকে বেড়ে ওঠা বোরহা ভ্যালেন্সিয়ার বি দল তো বটেই রিক্রেটিভো, রেসিং সান্তানদার, এক্সট্রিমাদুরায় খেলেছেন। স্প্যানিশ লিগে গত তিন সিজন খেলেছেন নামি ক্লাব ডিপোর্টিভোর জার্সিতে।
সবমিলিয়ে স্প্যানিশ লিগে ২৫৯ ম্যাচ খেলেছেন বোরহা। বোরহার বাবা স্প্যানিশ লিগের নামি কোচ- হোসে কার্লোস। যিনি লা লিগায় লেভান্তে, ওভাইদো, আলাভেজের মত দলে কোচিং করিয়েছেন। গত বছর চিনা সুপার লিগে সেনজেনের কোচ ছিলেন।
সবমিলিয়ে, বোরহা গ্র্যানেরোর মত ইউটিলিটি ফুটবলার কুয়াদ্রাতের কোচিংয়ে ঝকঝক করে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।