ইস্টবেঙ্গলে তুঙ্গে চলছে দল গঠনের প্রক্রিয়া। কোনওরকমে দল গড়া নয়। রীতিমত বাজেট বাড়িয়ে ভালোমানের স্কোয়াড গড়ছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। গত সিজনে খেলা ক্লেইটনকে একমাত্র রেখে দেওয়া হয়েছে। হায়দরাবাদ থেকে আসা জেভিয়ের সিভেরিও-র সঙ্গে আপফ্রন্টে জুটি বাঁধবেন তিনি। মাঝমাঠে হায়দরাবাদ এবং ওড়িশা এফসি থেকে আনা হচ্ছে যথাক্রমে বোরহা হেরেরা এবং সাউল ক্রেসপোকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে এক সূত্র জানাচ্ছেন, সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেজের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে লাল-হলুদের। তবে ইস্টবেঙ্গল আর রাখতে চাইছে না স্প্যানিশ স্টপারকে। গত সিজনে তাঁর পারফরম্যান্স-এ মোটেই প্রভাবিত নয় লাল-হলুদ শিবির। তাঁর জায়গায় কোচ কার্লেস কুয়াদ্রাত একজন শক্তপোক্ত স্টপার খুঁজছেন। ডিফেন্ডার হিসাবে ইভান একদমই নরম-সরম। তাই কোচ বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে সতর্কভঙ্গিতে এগোতে চাইছেন। জানা যাচ্ছে, এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে নাম লেখানো ইভান চাইছেন ক্লাব ছেড়ে দিলে তাঁকে যেন চুক্তির নিয়ম মেনে আর্থিক দাবি মিটিয়ে দেওয়া হয়। সূত্রের খবর এমনটাই।
আরও পড়ুন: ৩ কোটি টাকা ট্রান্সফার ফি’তে সেরা প্রতিভাকে নিলেন ফেরান্দো! ISL-এর তৃতীয় দামি বিদেশিও সবুজ-মেরুনে
এখানেই বেঁধেছে গোল। ইস্টবেঙ্গলের তরফে আপাতত রিলিজ করার ফি হিসাবে তুঙ্গে চালানো হচ্ছে দর কষাকষি। কোনওভাবে চাহিদা অনুযায়ী অর্থ না পেলে ইস্টবেঙ্গলেই খেলবেন ইভান। সূত্রের খবর, তাঁর তরফে নাকি ক্লাবকে সাফ জানানো হয়েছে রিলিজ করা হলে উপযুক্ত আর্থিক প্রতিশ্রুতি মেটাতে হবে তাঁকে।
ইভান সরলে একসঙ্গে দুজন বিদেশি স্টপার খোঁজার কাজ করতে হবে ইস্টবেঙ্গলকে। এর মধ্যে এশীয় কোটার একজনকে সই করাতে হবে। সিডনি এফসির তারকা ডিফেন্ডার জেমস দোনাচিকে নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। তবে সম্ভবত তিনি আসবেন না।
আরও পড়ুন: KKR-এর নামে সরাসরি নালিশ CAB-কে! লাল-হলুদের বিষ্ফোরক চিঠির পক্ষেই সওয়াল মোহনবাগানের
আপাতত কোন দুজন বিদেশি স্টপার শেষ পর্যন্ত চূড়ান্ত হয় ইস্টবেঙ্গলে, সেদিকেই তাকিয়ে রয়েছে ফুটবল মহল।