/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/east-bengal.jpg)
অবশেষে ঠিক হয়ে আসন্ন সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে গোলকিপার কে হবেন! কেরালা ব্লাস্টার্স থেকে প্রভসুখন গিলকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। যদিও এখনও সরকারিভাবে জানানো হয়নি। ইস্টবেঙ্গলের কাস্টোডিয়ান হতে চলেছে প্রভসুখন গিল-ই।
গত কয়েক সিজন ধরেই ইস্টবেঙ্গলের অন্য বিভাগের মত মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল গোলকিপিং বিভাগ। অন্য দলের বাতিল অথবা নিজেদের সেরা সময় ফেলে আসা গোলকিপারদের নিয়ে আইএসএল মঞ্চে নামতে হচ্ছিল। তবে এবার ইমামি বাজেট বাড়িয়ে সর্বোচ্চ চেষ্টা করে সেরা দল নামাতে উদ্যোগী হয়েছে। একের পর এক তারকাকে ট্রান্সফার ফি দিয়েই বড়সড় অর্থ খরচ করে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছেন ইমামি কর্তারা।
আরও পড়ুন: ২.৫ কোটি টাকা ট্রান্সফার ফি! দেশের সেরা তারকার জন্য আবারও টাকার ঝাঁপি বাগানের
প্রভসুখনের দাদা গুরসিমরত সিং গিল-কেও নিতে চলেছে ইস্টবেঙ্গল। রক্ষণ সামলাবেন তিনি। প্রভসুখনের মত চন্ডীগড় ফুটবল একাডেমি থেকে উত্থান গুরসিমরতের। এরপরে নভি মুম্বইয়ের ফেডারেশনের একাডেমি থেকেও প্রশিক্ষণ নেন তিনি। বিদেশে জাতীয় যুব দলের হয়েও প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন বিদ্যাসাগর সিংদের সঙ্গে। বার্সেলোনা, ইন্টার মিলানের স্কাউটের নজরেও পড়েছিলেন তিনি।
I wouldn’t have been holding this if it weren’t for you. You made me believe that it was possible and we did it.❤️#mysupportsystem🤝 #WMK🙏🏻 pic.twitter.com/7oOlq24HhP
— Prabhsukhan Singh Gill (@SukhanGill01) April 4, 2022
সিনিয়র পর্যায়ে গুরসিমরতের অভিষেক ঘটে বেঙ্গালুরু এফসিতে। কোচ আলবার্তো রোকার কোচিংয়ে। দুটো স্পেলে বেঙ্গালুরু এফসিতে খেলার পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু ইউনাইটেড, সুদেবা এফসিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে গুরসিমরতের। এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসির স্কোয়াডে গত দুই সিজনে ছিলেন তিনি। তবে বেশি ম্যাচ টাইম পাননি।
এবার ইস্টবেঙ্গলে গুরসিমরত যে বেশি ম্যাচ টাইম পাবেন, বলাই বাহুল্য।