ইস্টবেঙ্গলে প্ৰথম দিন থেকেই এই ফুটবলারকে পেতে ঝাঁপিয়েছেন কুয়াদ্রাত! বড় আপডেট প্রকাশ্যে

বড় চুক্তি করার পরেই মুখ খুললেন কোচ কুয়াদ্রাত

বড় চুক্তি করার পরেই মুখ খুললেন কোচ কুয়াদ্রাত

author-image
Subhasish Hazra
New Update
cuadrat-east-bengal

নিজের চ্যাম্পিয়ন ছাত্রকে সই করালেন কুয়াদ্রাত (টুইটার)

আইএসএল-এর ইতিহাসে সর্বাধিক দামি গোলকিপার হিসাবে বুধবার ইস্টবেঙ্গল সই করিয়ে ফেলল প্রভসুখন গিলকে। ট্রান্সফার ফি দিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপারের সঙ্গে চুক্তি সম্পন্ন করল লাল-হলুদ।

Advertisment

ইস্টবেঙ্গলে কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে রিইউনিউন ঘটতে চলেছে লুধিয়ানার সুপারস্টারের। পুরোনো ছাত্রকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে স্প্যানিশ বস মিডিয়া বিবৃতিতে বলে দিয়েছেন, "গোলকিপার হিসাবে প্রভসুখনের উন্নতিতে আমি বেশ সন্তুষ্ট। ওঁর গোল্ডেন গ্লাভস জয়ে সেটাই প্রমাণ হয়। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর প্ৰথমদিন থেকেই ওঁর সঙ্গে রিইউনিউন ঘটাতে চেয়েছিলাম। ক্লাব এবং বিনিয়োগকারীদের কাছে এই জন্য কৃতজ্ঞ। ইস্টবেঙ্গলের জার্সিতে নিজের সেরাটা দেবে প্রভসুখন, এই বিষয়ে সমর্থকদের আশ্বস্ত করতে চাই। ও আমাদের ভবিষ্যতের তারকা।"

আরও পড়ুন: ATK-র জার্সিতে কলকাতায় খেলে গিয়েছিলেন! ইস্টবেঙ্গলের টার্গেটে জাতীয় দলের সুপারস্টার

লুধিয়ানায় জন্ম এই তারকা গোলকিপার চন্ডীগড় ফুটবল একাডেমি এবং এআইএফএফ-এর এলিট একাডেমি থেকে উঠে এসেছেন। ২০১৭-য় পেশাদারি ফুটবলে হাতেখড়ি হয় ইন্ডিয়ান এরোজের জার্সিতে। ২০১৭-য় যুব বিশ্বকাপে ভারতের হয়ে অংশ নেওয়া তারকা আইএসএল-এ অভিষেক ঘটান ২০১৯-এ বেঙ্গালুরু এফসির হয়ে।

Advertisment

সেখান থেকে পরের বছরেই কেরালায় চলে যান পাঞ্জাবি তারকা। ২০২১/২২ সিজন স্বপ্নের ছিল। ৭ ম্যাচ ক্লিন শিট রাখার পাশাপাশি ৪০ সেভ করেন। সেই সিজনেই গোল্ডেন গ্লাভসের তকমা পেয়ে যান প্রভসুখন। পরের সিজনেই সেই ফর্ম অব্যাহত রাখেন তারকা। ১৯ ম্যাচে ৪টে ক্লিন শিট রাখার পাশাপাশি ৪০ সেভ করেন।

অবিশ্বাস্য এই ছন্দ ইস্টবেঙ্গলেও দেখাতে পারবেন? উদগ্রীব সমর্থকরা।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal FC