Advertisment

বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলা এই সকারুজ কি ইস্টবেঙ্গলে! জানুন খবরের পিছনের খবর

অস্ট্রেলীয় তারকার অন্তর্ভুক্তি নিয়ে উত্তাল লাল-হলুদ শিবির

author-image
Subhasish Hazra
New Update
NULL

সুদানে জন্ম। মাত্র ৬ বছর বয়সে চলে আসেন অস্ট্রেলিয়ায়। পরিবার সহ সেখানেই থিতু হন। সেই রুওন টঙ্গিককে নিয়ে হঠাৎই উত্তাল ইস্টবেঙ্গল। ময়দানে রটে গিয়েছে, একদশক ধরে এ লিগে দাপিয়ে খেলা সেন্টার ব্যাক নাকি নাম লেখাচ্ছেন ইস্টবেঙ্গলে।

Advertisment

ঘটনা হল, ইস্টবেঙ্গল এখনও ইভান কাঁটায় জর্জরিত। চুক্তি থাকা সত্ত্বেও ইভানকে ছেড়ে দিতে চাইছে ক্লাব। তবে স্প্যানিশ ডিফেন্ডার চুক্তির দাবি মেনে পুরো সিজনের টাকাই চেয়ে বসেছেন। কোনওভাবে ইভানকে ক্লাব রিলিজ করাতে না পারলে কুয়াদ্রাতকে খেলাতে হবে ইভানকে। এমনিতে মাঝমাঠ এবং আপফ্রন্টের বিদেশি প্রায় চূড়ান্ত। ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মাঝমাঠের দায়িত্বে বোরহ হেরেরা এবং সাউল ক্রেসপো। ইভান-কাঁটা সরিয়ে ফেলতে পারলে জোড়া বিদেশি স্টপার নেবে ইস্টবেঙ্গল।

তবে ক্লাব সূত্রে খবর, ইভান চুক্তির পুরো অর্থ না নিয়ে যেতে চাইছেন না। ইভান না ছাড়লে সেক্ষেত্রে এশীয় কোটায় আর একজন বিদেশিকে সই করাবে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, এখনও কোনও এশীয় কোটার বিদেশিই চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ার পাশাপাশি সৌদির এক ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।

সৌদি ফুটবল আপাতত ফুটবল বিশ্বে আলোচিত। রোনাল্ডোর আল নাসেরের চুক্তি হওয়ার পর মেসি-নেইমারের আল হিলাল চুক্তি কার্যত পাকা। সেই সৌদির ডিফেন্ডারই খোঁজা হচ্ছে লাল হলুদ শিবিরের তরফ থেকে। অস্ট্রেলীয় ফুটবলারদের বিষয়ে চালু ধারণা, ভারতীয় পরিবেশের সঙ্গে সেভাবে খাপ খাওয়াতে পারেন না তাঁরা। অতীতে মোহনবাগানে খেলে যাওয়া দিয়েগো ফেরেরা হোক বা এটিকে মোহনবাগানের ব্রেন্ডন হ্যামিল- সকলেই অসুস্থতার শিকার হয়েছিলেন। বরং মধ্যপ্রাচ্যের ফুটবলাররা তুলনামূলকভাবে ভারতীয় পরিবেশে স্বচ্ছন্দ।

আরও পড়ুন: ভারতের হয়ে আর্জেন্টিনা যুব দলকে হারান! বিশ্বকাপে খেলা দেশের সেরার সেরা প্রতিভাকে তুলে নিল বাগান

যাইহোক, এ লিগের হাফডজনের বেশি দলে খেলার অভিজ্ঞতা থাকা রুওব টঙ্গিক বর্তমানে খেলেন ইরানের মেস কারমানের হয়ে। এ লিগে দীর্ঘ একদশক ধরে খেলেছেন এডিলেড ইউনাইটেড, মেলবোর্ন সিটি, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, ব্রিসবেন রোর, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স-এ। সুদানের পাশাপাশি খেলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলেও।

ঘটনা হল, জল্পনা যতই জোরালো হোক, রুওন টঙ্গিক সম্ভবত ইস্টবেঙ্গলে আসছেন না। জুনের শেষ সপ্তাহে কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার কার্লেস কুয়াদ্রাত। সহকারী দিমাস দেলগাদোকে নিয়ে। কলকাতাতেই প্রিসিজন সারবেন স্প্যানিশ কোচ। তবে খুব দ্রুতই ইস্টবেঙ্গলের আগামী সিজনের ছয় বিদেশি নাম সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment