Advertisment

কনস্টানটাইনের কোচিং স্টাফে এবার হাইপ্রোফাইল তারকা! ডার্বির আগেই বড় ঘোষণা ইস্টবেঙ্গলে

ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচ হিসেবে আগমন ঘটছে এন্ড্রু কিথ পেটারসনের। কনস্টানটাইনের কোচিং স্টাফে নতুন সদস্য তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ষষ্ঠ বিদেশি হিসাবে ইস্টবেঙ্গলে জর্ডন ও'দোহার্তির নাম প্রায় চূড়ান্ত। ডার্বির আগেই ঘোষণা করে দেওয়া হতে পারে অজি তারকা মিডফিল্ডারের নাম। এবার গোলকিপার কোচও চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ান এন্ড্রু কিথ পেটেরসন ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হতে চলেছেন। বুধবার মাঝরাতে যিনি এয়ার এশিয়া ফ্লাইটে পা রাখছেন কলকাতায়।

Advertisment

ফুটবল কেরিয়ার যেমন আকর্ষণীয়। তেমনই গোলকিপার কোচ হিসাবেও অভিজ্ঞতা অগাধ। কেরিয়ারের বেশিরভাগ সময়ই কোচিং করিয়েছেন এ-লিগ সহ অস্ট্রেলিয়ার একাধিক লিগে। পার্থ গ্লোরি, নিউক্যাসেল জেটস-এ যেমন কোচিং করিয়েছেন তেমন অস্ট্রেলিয়াতেই জুন্দালুপ দলের গোলকিপার কোচ ছিলেন টানা ছয় বছর। এছাড়াও ফিলিপিনো লিগে ইলকস ইউনাইটেড, ইন্দোনেশিয়ায় সেমেরাং, বালি ইউনাইটেডে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে পেটেরসনের।

আরও পড়ুন: স্পেনে জন্ম এই অস্ট্রেলিয়ান তারকাই ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি! নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা

কোচিং হিসাবে তো বটেই খেলোয়াড়ি কেরিয়ারেও নজরকাড়া প্রোফাইল এন্ড্রু কিথ পেটেরসনের। অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অফ স্পোর্টস-এ যুব কেরিয়ারে শুরু। তবে সিনিয়র কেরিয়ারে অধিকাংশই ইপিএল সহ ব্রিটেনের একাধিক ক্লাবে খেলেছেন। ১৯৮৮-তে ইংরেজ ক্লাব লুটন টাউন এফসিতে যোগদান করেন। তারপরে নাম লেখান ইপ্সিচ টাউন এবং সুইন্ডন টাউনে। ইপ্সিচ টাউনের হয়ে ইপিএলে প্ৰথমবার কোনও অস্ট্রেলিয়ান ফুটবলার হিসাবে খেলার কৃতিত্ব অর্জন করেন।

publive-image

চার্লটন এথলেটিকে চুক্তিবদ্ধ হয়ে অধিকাংশ সময়ই লোনে খেলেছেন ব্র্যাডফোর্ড সিটি, ইপ্সিচ টাউন, প্লাইমাউথ অর্গাইল এবং কোলচেস্টার ইউনাইটেড, পোর্টসমাউথে। এছাড়াও ইপিএলের একাধিক নামি ক্লাব উলভ্যারহ্যাম্পটন, ওয়েস্ট ব্রমউইচ এলবিয়ন, বোর্নমাউথ, ব্রাইটন, নটস কাউন্টিতে।

আরও পড়ুন: ডুরান্ড চ্যাম্পিয়ন, বাগানের প্রাক্তন তারকাকে সই ইস্টবেঙ্গলের! একসঙ্গে ৫ ফুটবলার লাল-হলুদে

কেরিয়ারের প্রায় পুরোটাই ইংল্যান্ডে কাটানোর পরে ২০০৫-০৬'এ ফিরে আসেন নিউক্যাসেল জেটস-ও প্লেয়ার কাম কোচ হিসেবে। তারপরে পার্থ গ্লোরি, জলুন্দ্রপেও একই ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

কনস্টানটাইনের কোচিং স্টাফে তিনি কতটা আলো ছড়াতে পারেন, সেটাই দেখার।

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment