ইস্টবেঙ্গল জার্সিকে অপমান করা বাঙালি তারকাকে নিল চেন্নাইয়িন! দলবদল জমে গেল ISL-এ

কন্সটানটাইন জমানার বিশ্বস্ত সৈনিক এবার চেন্নাইয়িন-এ

কন্সটানটাইন জমানার বিশ্বস্ত সৈনিক এবার চেন্নাইয়িন-এ

author-image
Subhasish Hazra
New Update
NULL

আইএসএল-এর বড়সড় দলবদল সেরে ফেলল চেন্নাইয়িন এফসি। রবিবার চেন্নাইয়িনে যোগ দিলেন অঙ্কিত মুখোপাধ্যায়। ডিফেন্ডার বিজয় ছেত্রীকেও সই করাল দুবারের আইএসএল চ্যাম্পিয়নরা।

Advertisment

মরশুম শেষের অনেক আগেই অঙ্কিতের সঙ্গে চুক্তি ছিন্ন করেছিল ইস্টবেঙ্গল। ফ্রি এজেন্ট ছিলেন বাঙালি তারকা। ফ্রি এজেন্ট হিসাবেই দক্ষিণী ক্লাবে সই করে অঙ্কিত বলে দিলেন, "দু-বারের আইএসএল চ্যাম্পিয়ন ক্লাবে যোগ দিতে পেরে ভালো লাগছে। চেন্নাইয়িনের সমর্থকদের প্যাশন অফুরন্ত। চেন্নাইয়িনের জার্সিতে সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"


শৃঙ্খলাভঙ্গের কারণে বারেবারেই শিরোনামে উঠে এসেছেন বাঙালি এই ফুলব্যাক। গত ফেব্রুয়ারিতে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে পরিবর্ত হিসাবে তাঁকে তুলে নেওয়ার পরেই কোচ কনস্টানটাইনের ওপর অসন্তোষ প্রকাশ করেছিলেন। জার্সি ছুঁড়ে ফেলে দেন অঙ্কিত। তার ফল হয়েছিল সুদূরপ্রসারী। ইস্টবেঙ্গল সরাসরি চুক্তি ছিন্ন করে তারকার সঙ্গে।

Advertisment

তার আগেও আচরণবিধি ভঙ্গের কারণে এক লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল অঙ্কিতকে। কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর কোচ স্টিফেন কনস্টানটাইন প্রকাশ্যে জানিয়েছিলেন, অঙ্কিত ভবিষ্যতে লাল-হলুদ জার্সিতে আর খেলবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। ফেব্রুয়ারির পর থেকে অঙ্কিত দলের অনুশীলনে থাকলেও মাঠে নামানো হয়নি। তারপর চুক্তির মেয়াদ শেষের আগেই অঙ্কিতকে বিদায় করেছিল ইস্টবেঙ্গল।

অতীতে, এটিকে, এটিকে মোহনবাগানের রিজার্ভ দল, মহামেডানে খেলা অঙ্কিত দক্ষিণী দলের হয়ে ফুল ফোটাতে পারবেন, সময়ই উত্তর দেবে।

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal