Advertisment

বিশ্বকাপে খেলা জাতীয় দলের ক্যাপ্টেনকে ছাড়ল ইস্টবেঙ্গল! লুফে নিল ISL ফ্র্যাঞ্চাইজি

ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়া তারকাকে লুফে নিল আইএসএল ফ্র্যাঞ্চাইজি

author-image
Subhasish Hazra
New Update
NULL

টানা দু-বছর ইস্টবেঙ্গলে খেলেছেন। মানোলো দিয়াজ, রেনেডি সিং থেকে স্টিফেন কনস্টানটাইনের ইস্টবেঙ্গলের অপরিহার্য অংশ ছিলেন। জাতীয় যুব দলের হয়ে বিশ্বকাপে খেলা সেই অমরজিৎ সিং কিয়াম এবার নাম লেখাতে চলেছেন পাঞ্জাব এফসিতে। গত সিজনে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ উন্নীত হয়েছে পাঞ্জাব এফসি। সেই দলেই এবার নাম লেখাতে চলেছেন অমরজিৎ সিং।

Advertisment

সেন্ট্রাল মিডফিল্ডে খেলা অমরজিৎ ফেডারেশনের এলিট একাডেমির প্রোডাক্ট। ২০১৭-য় ভারতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে অমরজিৎ সিং জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। বিশ্বকাপের পরেই ফেডারেশনের নিজস্ব দল ইন্ডিয়ান এরোজের হয়ে আইলিগে খেলেন প্ৰথমবার।

আরও পড়ুন: বাগানে কাপ জিতেও ‘স্বপ্নভঙ্গ’! ফেরান্দোকে ছেড়ে লোবেরার ওড়িশায় গেলেন মেরিনার্স মিডফিল্ড সৈনিক

এরপরে জামশেদপুর এফসির হয়ে খেলে নাম লেখান এফসি গোয়ায়। ২০২১-এ গোয়া থেকেই অমরজিৎ সিংকে লোনে সই করে ইস্টবেঙ্গল। এবার ইস্টবেঙ্গলে ঢেলে সাজানোর পালা চলছে। মন্দার রাও দেশাই, নিশু কুমার, নন্দকুমার, এডুইন ভান্সপাল, হরমনজোৎ খাবরাদের মত নামি তারকাদের ঠিকানা হয়েছে লাল-হলুদ শিবির। আইএসএল-এর সবথেকে দামি গোলকিপার হিসাবে সই করানো হয়েছে প্রভুসুখন গিলকে।

গুরসিমরত সিং, গুরকিরত সিংদের মত প্রতিশ্রুতিমান ফুটবলারদের নিয়ে এসেছে লাল-হলুদ শিবির। বিদেশি বাছাইয়েও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বিনিয়োগকারী ইমামি সংস্থা। ক্লেইটন সিলভার সঙ্গে আপফ্রন্টে জেভিয়ের সিভেরিও। মিডফিল্ডে সাউল ক্রেসপো, বোরহা হেরেরা। সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে ইস্টবেঙ্গলে ইভান গঞ্জালেজের জায়গায় সই করাতে চলেছে বোরহা গ্র্যানেরোকে।

পরিবর্তনের এই ইস্টবেঙ্গলে ঠাঁই হয়নি অমরজিৎ সিংয়ের। ২০১৯-এ সিনিয়র জাতীয় দলে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন অমরজিৎ সিং কিয়াম। থাইল্যান্ডে কিংস কাপে জাতীয় দলকে চ্যাম্পিয়ন হতেই সাহায্য করেছিলেন তিনি। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার জার্সিতে পাঁচ ম্যাচ খেলে ফেলা তারকাকে দেশের সম্ভাবনাময়দের তালিকাতে রেখেছেন স্বয়ং কোচ ইগর স্টিম্যাচ।

পাঞ্জাব এফসি এবার যথেষ্ট ভাল দল গড়ছে। আইলিগে চ্যাম্পিয়ন করা স্টেইকোস বার্গাতিস থাকছেন কোচ হিসেবে। এফসি গোয়া থেকে এডু বেদিয়ার মত আইএসএল অভিজ্ঞ তারকাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। স্লোভেনিয়ার লুকা মাজসেন, ইস্টবেঙ্গলে খেলে যাওয়া হুয়ান মেরার সঙ্গেও চুক্তি বাড়িয়ে নিয়েছে ক্লাবটি।

পাঞ্জাবের হয়ে কেরিয়ারের ব্রেক থ্রু সিজন উপহার দেবেন মণিপুরী ফুটবলার, সেটাই আপাতত দেখার।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment