আগেই ১১ ফুটবলারকে রিলিজ করেছিল ইস্টবেঙ্গল। নতুন মরশুম শুরুর আগে ইস্টবেঙ্গলে অতীত হয়ে যাচ্ছেন রাইটব্যাক অঙ্কিত মুখোপাধ্যায়ও। গত সিজনে খেলা জেরির সঙ্গেও চুক্তি নবীকরণ করেনি লাল-হলুদ। এবার রক্ষণের অন্য তারকা অঙ্কিতকেও বাতিল করতে চলেছে ইস্টবেঙ্গল। অবশ্য আগেই অঙ্কিতের সঙ্গে চুক্তি ছাঁটাই করেছিল লাল-হলুদ। সরকারিভাবে ৩১ মার্চ পর্যন্ত লাল-হলুদের সঙ্গে চুক্তি ছিল তারকার। প্রাথমিকভাবে রিলিজ করা ফুটবলারদের তালিকায় তাঁর নাম না থাকলেও লাল-হলুদ শিবির তাঁর সঙ্গে নতুন করে আর চুক্তি করছে না।
জানা যাচ্ছে ফ্রি এজেন্ট হিসাবে অঙ্কিত সই করতে চলেছেন চেন্নাইয়িন এফসিতে। শৃঙ্খলাভঙ্গের কারণে বারেবারেই শিরোনামে উঠে এসেছেন বাঙালি এই ফুলব্যাক। গত ফেব্রুয়ারিতে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে পরিবর্ত হিসাবে তাঁকে তুলে নেওয়ার পরেই কোচ কনস্টানটাইনের ওপর অসন্তোষ প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: বাগানের মুখের গ্রাস কেড়ে নিল মুম্বই! সেরা তারকাকে রেকর্ড অর্থে সই ব্যাকিংহ্যামের সিটির
তার আগেও আচরণবিধি ভঙ্গের কারণে এক লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল অঙ্কিতকে। কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর কোচ স্টিফেন কনস্টানটাইন প্রকাশ্যে জানিয়েছিলেন, অঙ্কিত ভবিষ্যতে লাল-হলুদ জার্সিতে আর খেলবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। ফেব্রুয়ারির পর থেকে অঙ্কিত দলের অনুশীলনে থাকলেও মাঠে নামানো হয়নি। তারপর চুক্তির মেয়াদ শেষের আগেই অঙ্কিতকে বিদায় করেছিল ইস্টবেঙ্গল।
অতীতে, এটিকে, এটিকে মোহনবাগানের রিজার্ভ দল, মহামেডানে খেলা অঙ্কিত দক্ষিণী দলের হয়ে ফুল ফোটাতে পারবেন, সময়ই উত্তর দেবে।
এদিকে, ইস্টবেঙ্গল সরকারিভাবে শনিবার ঘোষণা করে দিল নন্দকুমারকে সই করানোর কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য় আগেই জানানো হয়েছিল সের্জিও লোবেরার ওড়িশা থেকে ইস্টবেঙ্গলে পা রাখছেন নন্দকুমার। সেই খবরই মান্যতা দিয়ে ইস্টবেঙ্গল জানিয়ে দিল প্রতিশ্রুতিমান তারকার সঙ্গে ৩ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করা হচ্ছে।
গত আইএসএল-এ দুর্ধর্ষ ছন্দে ছিলেন সালেমের এই স্ট্রাইকার। ছয়টি গোলের পাশাপাশি একটি এসিস্ট-ও ছিল তাঁর। জোসেফ গামবাউয়ের দলের হয়ে হিরো সুপার কাপ জিতে এএফসি কাপের কোয়ালিফায়ারে দলকে পৌঁছে দিতে সাহায্য করেছেন নন্দকুমার। তিনি এবার ইস্টবেঙ্গলকে পরবর্তী গন্তব্য হিসাবে বেছে নিলেন।