scorecardresearch

ডগলাস, ক্রিশ্চিয়ানোর মতই ইস্টবেঙ্গলে সুপারস্টার হবেন এই ব্রাজিলীয়! আশায় বুক বাঁধছে লাল-হলুদ জনতা

ইস্টবেঙ্গলের জার্সিতে এবার নক্ষত্র হয়ে জ্বলে উঠতে পারেন ব্রাজিলিয়ান এলিয়ান্দ্র। এশীয় ফুটবলে বেশ অভিজ্ঞ তিনি।

ডগলাস, ক্রিশ্চিয়ানোর মতই ইস্টবেঙ্গলে সুপারস্টার হবেন এই ব্রাজিলীয়! আশায় বুক বাঁধছে লাল-হলুদ জনতা

দল গঠন প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। চলতি মাসেই একসঙ্গে ১৩জন দেশীয় ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করেছিল ইমামি ইস্টবেঙ্গল। তারপরে ৪৮ ঘন্টা আগেই পাঁচ বিদেশির নাম একসঙ্গে ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে এবার সাম্বা ঝলক। ডিফেন্সিভ মিডিও আলেক্স লিমা তো বটেই আক্রমণভাগের দুই তারকাই ব্রাজিলীয়। একজন এলিয়ান্দ্র। অন্যজন, ক্লেইটন সিলভা।

ইস্টবেঙ্গলের দল গঠন থেকে একটি বিষয় বেশ পরিষ্কার যে নামি তারকার পিছনে না ছুটে বরং প্রাধান্য দেওয়া হচ্ছে আইএসএল এবং এশীয় ফুটবলে অভিজ্ঞরাই। পাঁচ বিদেশির মধ্যে ইভান গঞ্জালেজ (এফসি গোয়া), আলেক্স লিমা (জামশেদপুর) এবং ক্লেইটন সিলভা (বেঙ্গালুরু এফসি) আইএসএল-এ পোড়খাওয়া। বাকি দুই তারকার মধ্যে এলিয়ান্দ্র আবার এশীয় ফুটবলে বেশ অভিজ্ঞ। ইস্টবেঙ্গলের হয়ে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন চারিস কিরিয়াকৌ।

আরও পড়ুন: ব্রিটিশ স্ট্রাইকারকে ছিনিয়ে ইস্টবেঙ্গলকে ঝটকা লিগ শিল্ড জয়ীদের! হাতছাড়া আর্সেনালের তারকা

তবে পাঁচ বিদেশির মধ্যে এলিয়ান্দ্রকে ঘিরে আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা। কলকাতায় পা রাখার আগেই সমর্থকদের তরফে বলা হচ্ছে ডগলাস অথবা ক্রিশ্চিয়ানো জুনিয়রের মত সুপারস্টার হয়ে উঠতে পারেন লাল-হলুদ জার্সিতে।

৩২ বছরের ব্রাজিলীয় এই স্ট্রাইকারের উত্থান বিখ্যাত ক্লাব ক্রুজেইরো থেকে। পাঁচ বছর ক্রুজেইরোর সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও বেশির ভাগ সময়ই লোনে কাটিয়েছেন ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের একাধিক ক্লাব স্পোর্টিং রেসিফে, আমেরিকা-এমজি, এবিসি, ভিলা নোভা, ইপাতিঙ্গা, ন্যাশিওনালে। ক্রুজেইরোর সিনিয়র দলের হয়ে ১০ ম্যাচ খেলে তাঁর গোলসংখ্যা ৩টি।

আরও পড়ুন: ISL-এ নেতৃত্ব দেওয়া তারকা এবার ইস্টবেঙ্গলে! একসঙ্গে তিন চুক্তিতে ঝড় তুলল লাল-হলুদ

এরপরে লিথুয়ানিয়া এবং মাল্টায় খেলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। মাল্টার লিগে বিরকিরকারার হয়ে এফএ কাপ এবং সুপার কাপ জিতেছেন এলিয়ান্দ্র।

এছাড়াও এশীয় ফুটবলে বিশাল অভিজ্ঞতা তারকা ফরোয়ার্ডের। থাই লিগের চার-চারটে বড় ক্লাবের জার্সি চাপাতে দেখা গিয়েছে তাঁকে। চিয়াংমাই, সুফানবুরি, চোনবুরি এফসির হয়ে খেলেছেন বেশ কয়েক বছর। শেষ মরশুমে সমুত প্রকান সিটির জার্সিতে খেলেছিলেন।

থাই লিগে শেষ চার বছরে তাঁর নামের পাশে ২৩ গোল। সবমিলিয়ে ক্লাব কেরিয়ারে ২৬৫ ম্যাচে গোল করেছেন ৬*টি। ব্রাজিলের লিগে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন সিরি-বি গুয়ারানি-র হয়ে। ৩৭ ম্যাচে গুয়ারানির হয়ে এলিয়ান্দ্র গোল করেছেন ১১টি। এছাড়াও ব্রাজিলিয়ান লিগে ব্রেগান্তিনো, ফেরোভিয়ারিরা, রেমো, ব্রাটাতেইস-এর মত ক্লাবে খেলেছেন।

বিশ্বের একাধিক নামি লিগে খেলে আসা তারকা এবারই প্ৰথম খেলবেন আইএসএল-এ। ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক মরশুমে জ্বলে উঠতে পারবেন তিনি, সমর্থকরা প্রতীক্ষার প্রহর গুনছেন।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl east bengals brazilian forward eliandro could be lethal for stephen constantines side