ইস্টবেঙ্গলে স্টিফেন কন্সটানটাইন নিয়ে এসেছিলেন তাঁকে। তবে সফল হননি। ক্লেইটন সিলভার সঙ্গে জুটি বেঁধেছিলেন। এলিয়ান্দ্রকে ছেড়ে দেওয়ার পর তাঁর জায়গায় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় সই করানো হয়েছিল বার্মিংহ্যাম সিটির প্রাক্তন ফরোয়ার্ডকে।
মাত্র পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আইএসএল-এর দ্বিতীয় অর্ধে। তবে সেভাবে নজর কাড়তে পারেননি। একমাত্র গোলেই থেমে গিয়েছে ইংরেজ তারকার যাবতীয় কারিকুরি। স্বল্পমেয়াদি চুক্তিতে ইস্টবেঙ্গলে এসেছিলেন তিনি।
কন্সটানটাইন জমানার পতনের পর তাঁর সঙ্গে আর চুক্তি দীর্ঘায়িত করেনি লাল-হলুদ। নতুন সিজনে জেক জার্ভিসকে ফিনল্যান্ডের শীর্ষ সারির ক্লাব কুপিয়ান পালোসেউরায় খেলবেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে প্ৰথম দিন থেকেই এই ফুটবলারকে পেতে ঝাঁপিয়েছেন কুয়াদ্রাত! বড় আপডেট প্রকাশ্যে
ফিনল্যান্ডের অন্যতম সফল ক্লাব কুপিয়ান। ছয়বার ফিনিশ চ্যাম্পিয়নশিপ, চার বার ফিনিশ কাপ এবং একবার ফিনিশ লিগ ক্লাব জয়ী দলের বর্তমান কোচ জানি হানকোভারা।
ফিনল্যান্ডের জাতীয় দলের নিয়মিত তারকা জোনা ভেটেলি, সেবাস্তিয়ান ডালস্ট্রম, ল্যাম্পিয়নেন, ওক্কাসেন খেলেন কুপিয়ানের জার্সিতে। কেনিয়ার জাতীয় দলের স্টপার কলিন্স সিচেঞ্জে, আইভরি কোস্টের তারকা ইব্রাহিম সিসের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবেন জেক জার্ভিস। আপফ্রন্টে সেনেগালিজ তারকা মাতার দিয়ায়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
ফিনিশ লিগে অবশ্য এবারই প্ৰথম খেলবেন না জেক জার্ভিস। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগেও ফিনিশ টপ ডিভিশনের এসজেকে-র হয়ে খেলেছেন তিনি। লুটন টাউন, সালফোর্ড সিটি, পোর্টসমাউথ, প্লিমাউথ আর্গাইল, সুইন্ডন টাউনের মত ইংল্যান্ডের একাধিক ডিভিশনে খেলে আসা তারকা ফিনল্যান্ডের ক্লাবের জার্সি গায়ে নিজের কেরিয়ার গড়ে নিতে চাইছেন এবার।