/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cummings-eb.jpg)
ইস্টবেঙ্গলে পাঁচ বিদেশি চূড়ান্ত। বদল করা হতে পারে একমাত্র ইভান গঞ্জালেজকে। ইমামি ইস্টবেঙ্গল কর্তাদের সায় না থাকলেও চুক্তির কারণে ইভানকে রেখে দেওয়া হচ্ছে। ইভানকে ছাড়লে গোটা সিজনের অর্থ সমেত রিলিজ করতে হবে।
ইভান-জটের মধেই এবার হয়ত ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি হিসাবে সই করাতে চলেছে অস্ট্রেলিয়ার জর্ডন এলসেকে। এশীয় কোটার প্লেয়ার হিসাবে যোগ দিতে চলেছেন তিনি। এমনটাই সূত্রের খবর। অজি সেন্টার ব্যাক গত একদশক ধরে এ লিগের নিয়মিত তারকা।
আরও পড়ুন: বাইচুং, সুনীল, গুরপ্রীত কেউ নন! বাগানের এই প্রাক্তন তারকাই ধনীতম ভারতীয় ফুটবলার
২৯ বছরের তারকার উত্থান এডিলেড ইউনাইটেডের যুব দল থেকে। যুব দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার সময়েই লোনে পারা নাইট হিলসের জার্সিতে সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে। হংকং প্রিমিয়ার লিগের কিটজি এফসিতেও খেলেন এক বছর।
🚨𝐔 𝐏 𝐃 𝐀 𝐓 𝐄 🚨
East Bengal FC is currently negotiating with Perth Glory to secure the service of Australian Centre Back Jordan Elsey for the upcoming season.#teamaikya#JoyEastBengal#IndianFootball#EBFCpic.twitter.com/5QAI3WzuNm— 𝐋𝐚𝐥 𝐇𝐨𝐥𝐮𝐝 𝐀𝐢𝐤𝐲𝐚 (@EB_LHA1920) July 20, 2023
২০১৪ সিজন থেকে টানা আট বছর এডিলেড ইউনাইটেডের রক্ষণ সামলেছেন। এডিলেড ইউনাইটেডের হয়ে ১২৪ ম্যাচ খেলা জর্ডন বছর দুয়েক আগে ক্লাব ছাড়েন। পরপর দুটো সিজন নিউক্যাসেল জেটসে খেলেন ভারতের ফেডারেশনের যুব দলের প্রাক্তন বস আর্থার পাপাসের কোচিংয়ে। চলতি বছরেই জর্ডন নিউক্যাসেলকে বিদায় জানিয়ে নাম লিখিয়েছিলেন পারথ গ্লোরিতে। ইস্টবেঙ্গল তাঁকে লোনে সই করাতে পারে। দীর্ঘদিন এ লিগে খেলার সুবাদে জেসন কামিন্সের মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার। এবার কামিন্স-জর্ডন ডুয়েল দেখা যেতে পারে এ লিগের গন্ডি ছাপিয়ে, আইএসএল-চৌহদ্দিতেই।
এ লিগের প্রিমিয়ারশিপ, চ্যাম্পিয়নশিপ জয়ী তারকা এবার লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন কিনা, সেটা সময়ই বলবে।