Advertisment

রোনাল্ডোর দেশে খেলা ISL জয়ী সুপারস্টার এবার ইস্টবেঙ্গলের টার্গেটে! বড় তারকাকে পেতে ঝাঁপাল লাল-হলুদ

ফের বড়সড় দলবদলের পথে হাঁটছে ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
NULL

মাঝমাঠ শক্তিশালী করতে এবার বড়সড় ট্রান্সফারের দিকে ঝাঁপাল ইস্টবেঙ্গল। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, হায়দরাবাদ এফসির ২৭ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার সাহিল টাভোরাকে পেতে উৎসাহী ইস্টবেঙ্গল।

Advertisment

পুরো ঘটনার জল্পনা ছড়ায় ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুর্ধর্ষ ম্যাচের পর। জেভিয়ের সিভেরিও সেই ম্যাচে গোল করেন। জয়ের পর জেভিয়ের সিভেরিওর ইনস্টাগ্রাম পোস্টে সাহিলের কমেন্ট করেন। সিভেরিও ডার্বি জয়ের পরেই নিজের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবির নিচেই সাহিলের কমেন্ট, "আমাগো জেভিয়ের অন ফায়ার"।

publive-image

এমন কমেন্টের পরেই জল্পনা ছড়ায়। এরপরেই হঠাৎ শনিবার রটে যায় ইস্টবেঙ্গল নাকি সাহিল টাভোরাকে টার্গেট করছে। এমনিতে সাহিল ভারতীয় ফুটবলে বেশ পরিচিত নাম। গোয়ান তারকা আইএসএল-এ বেশ ধারাবাহিক। ব্রেসিল ফুটবল একাডেমি, সেসা ফুটবল একাডেমিতে ফুটবলে হাতেখড়ি সাহিলের। ডেম্পোর হয়ে আইলিগ স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ২০১৬/১৭ সিজনে সাহিল আইএসএল-এ আত্মপ্রকাশ করেন এফসি গোয়ার জার্সিতে। এরপরে মুম্বই সিটির হয়ে এক সিজন খেলার পর সাহিল বিদেশে পাড়ি দেন।

পর্তুগালের চতুর্থ ডিভিশনের আলভারেঙ্গার খেলেন ২০১৮/১৯ সিজনে। পর্তুগিজ ক্লাবের হয়ে গোটা সিজন জুড়ে ২৬ ম্যাচ খেলেন তিনি। ২০১৯ থেকেই হায়দরাবাদ এফসির সদস্য তিনি। টানা চার সিজন নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন টাভোরা। ২০২১/২২ সিজনে টাভোরা হায়দরাবাদের হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হন। ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে গোলও করেন তিনি। এমন তারকাকে পেতেই ঝাঁপাল ইস্টবেঙ্গল।

ঘটনা হল, ইস্টবেঙ্গলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে সৌভিক চক্রবর্তী, মোবাশির রহমানরা রয়েছেন। এর মধ্যেই সাহিলকে নিয়ে উৎসাহের কারণ ফুটবল মহলকে অবাক করেছে। সকলকে চমকে দিয়ে সাহিল শেষমেশ ইস্টবেঙ্গলে সই করেন কিনা, সেটাই আপাতত দেখার।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment