আইএসএল-এর তিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকা। বছরের পর বছর নিজের জাত চিনিয়েছেন। সেই স্প্যানিশ মায়েস্ত্র এডু বেদিয়া ছয় বছর পর এফসি গোয়া ছেড়েছেন।
তবে এফসি গোয়া ছাড়ার পর আইএসএল-এর অন্য কোনও ক্লাবে দেখা যাবে না তাঁকে। আপাতত একাধিকবার আইলিগ জয়ী দল গোকুলাম কেরালায় সই করতে চলেছেন তিনি। এক বছরের চুক্তিতে। এমনটাই জানা যাচ্ছে।
২০১৭-য় আইএসএল-এর অন্যতম সেরা দল এফসি গোয়ায় যোগ দেন। তারপর বছরের পর বছর দলের অপরিহার্য অস্ত্র হয়ে উঠেছেন। দলকে একের পর এক সাফল্যের সন্ধান এনে দিয়েছেন। সের্জিও লোবেরার জমানায় এফসি গোয়ায় সই করেছিলেন। এরপর কোচ হুয়ান ফেরান্দোরও বড় ভরসা হয়ে উঠেছিলেন। গত সিজনে কার্লোস পেনার কোচিংয়ে খেলেন। তবে এবার গোয়ায় মানোলো মার্কুয়েজের কোচিংয়ে নতুন যুগ শুরু হতে চলেছে গউরদের। সেই স্কোয়াডে আপাতত তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করছে না এফসি গোয়া। বিদায় জানিয়ে দেওয়া হচ্ছে তারকাকে। ৩১ মে পর্যন্ত এডু বেদিয়ার সঙ্গে চুক্তি ছিল গোয়ার। সেই চুক্তি শেষের পর তিনি ক্লাব ছেড়েছেন ফ্রি এজেন্ট হিসাবে।
তাঁর ইচ্ছা ছিল অন্য কোনও আইএসএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া। তবে পরিস্থিতি তাঁর সহায়ক হয়নি। শেষমেশ গোকুলাম কেরালার দুর্ধর্ষ প্রোজেক্টে নাম লেখালেন তিনি। গোকুলামকে আইএসএল-এ তোলার চ্যালেঞ্জ নিলেন।
রেসিং সান্তান্দার হয়ে যুব দলে কেরিয়ার শুরু করা তারকা উয়েফা কাপে খেলেছেন। বার্সেলোনা বি দল, সালামানাকা, জারাগোজা, হারকিউলিস সহ স্প্যানিশ বিভিন্ন ডিভিশনে একাধিক ক্লাবে খেলে নাম লিখিয়েছিলেন এফসি গোয়ায়।
প্ৰথম সিজনেই লোবেরার গোয়ায় মাঝমাঠের অস্ত্র হয়ে উঠেছিলেন। ২০১৮/১৮ সিজনে স্বপ্নের ফর্মে পাওয়া গিয়েছিল তাঁকে। সেই সিজনেই লিগ উইনার্স শিল্ড জেতেন তিনি। সাতটা গোলের পাশাপাশি চারটে এসিস্ট-ও ছিল তাঁর নামের পাশে। ফেরান কোরোমিনাসের সঙ্গে আপফ্রন্টে প্রতিপক্ষ রক্ষণ নিয়মিতভাবে তছনছ করতেন এডু। সেই বছরেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্ৰথম কোনও ভারতীয় ক্লাবের হয়ে গোল করে ইতিহাস গড়ে যান তিনি। ইরানের পার্সেপলিসের বিপক্ষে ১-২ গোলে হেরে গেলেও ভারতীয় ফুটবলের ইতিহাসে উঠে গিয়েছিলেন তিনি। গোয়ার জার্সিতে কোচ ফেরান্দোর কোচিংয়ে এরপরে এডু ডুরান্ড, সুপার কাপ জয়ের সাক্ষীও থেকেছেন।
২০২০/২১ এবং ২০২১/২২ সিজনে আইলিগ জয়ী দলে এবার এডু বেদিয়ার সঙ্গেই যোগ দিয়েছেন স্প্যানিশ জুড়ি নিলি পের্ডমো এবং আলেহান্দ্রো স্যাঞ্চেজ। তাঁদের সঙ্গেই এবার যোগ দিচ্ছেন আইএসএল-এর অন্যতম সফল বিদেশি।