ভারতীয় ফুটবলের কিংবদন্তি তিনি। একের পর এক কীর্তিতে ভারতীয় ফুটবলকে সিংহাসনে বসিয়েছেন। আইএম বিজয়ন এক মহীরুহের নাম। জাতীয় দল বটেই, কালো চিতার থাবা দেখেছিল ইস্ট-মোহনও। কলকাতার দুই প্রধানে কাটিয়ে যাওয়া বিজয়ন এবার অন্যভাবে জুড়ে গেলেন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে।
তাঁর পুত্র আরোমাল বিজয়ন আসন্ন সিজনে ইস্টবেঙ্গলের হেড অফ পারফরম্যান্স এনালিস্ট হচ্ছেন। পাতি বাংলায় যাঁকে বলে ভিডিও এনালিস্ট। গোটা সিজন নিজেদের দলের তো বটেই বিপক্ষ ফুটবলারদের চুলচেরা বিশ্লেষণ করে আরোমাল সাহায্য করবেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতকে।
আরও পড়ুন: হাবাসের ISL চ্যাম্পিয়ন বিদেশিকে তুলে নিলেন লোবেরা! এক চালেই বাজিমাত ওড়িশা এফসির
বাবার মত বিখ্যাত ফুটবলার হতে পারেননি। তবে আরোমাল ফুটবল থেকে দূরে থাকেননি। পেশা হিসেবে বেছে নিয়েছেন ভিডিও এনালিস্টের কাজ। এর আগে গোকুলাম কেরালার পারফরম্যান্স এনালিস্ট হিসাবে কাজ করেছেন। এবার সরাসরি পাড়ি দিলেন ইস্টবেঙ্গলে। নতুন অধ্যায় শুরুর জন্য।
ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জের সঙ্গে পূর্ব-পরিচয় রয়েছে গোকুলাম কেরালা থেকেই। এবার বিনোর সঙ্গে কলকাতা ময়দানে রিইউনিউন ঘটছে আরোমলের। ইস্টবেঙ্গল সরকারিভাবে এখনও আরোমলকে নিয়োগের কথা স্বীকার করেনি। তবে সূত্রের খবর এমনটাই।
আরও পড়ুন: ডার্বিতে গোল করা সেই স্লাভকোকে বাতিল করল বাগান! যোগ দিচ্ছেন ISL-এর সেরার সেরা ক্লাবে
ইস্টবেঙ্গল নতুন সিজনে ঢেলে দল সাজাচ্ছে। কনস্টানটাইন জমানার ১১ তারকাকে একদিন আগেই ছাঁটাই করার কথা জানিয়েছে লাল-হলুদ শিবির। চার বিদেশি সহ সাত দেশিকে বাতিলের খাতায় ফেলেছে ইস্টবেঙ্গল। ইভান গঞ্জালেজকে ছেড়ে দেওয়া নিয়ে কথাবার্তা চালানো হচ্ছে। দুই পক্ষ সম্মত না হলে ইভানকে আরও এক সিজন খেলাতে হবে ইস্টবেঙ্গলকে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে।
দলবদলের বাজারেই ইস্টবেঙ্গলে বিজয়ন-পুত্রের আগমন নতুন আমেজ এনে দিল।