Advertisment

ইমামির হাত ধরে ইস্টবেঙ্গলে নতুন স্পনসর! বিরাট আপডেটে তোলপাড় ফেলল লাল-হলুদ শিবির

বড়সড় আপডেট দিল ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
NULL

কিছুদিন আগেই জাঁকজমকে প্রতিষ্ঠা দিবস পালন করেছে ইস্টবেঙ্গল। তারকার সমাবেশে উদ্বেলিত হয়ে উঠেছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। প্রতিষ্ঠা বার্ষিকীর হ্যাংওভার কাটতে না কাটতেই এবার লাল-হলুদ সমর্থকদের জন্য বড়সড় সুসংবাদ হাজির করল ইস্টবেঙ্গল। জানিয়ে দেওয়া হল, নতুন মরশুমে ব্যাটারি-র সঙ্গে গাঁটছড়া বাঁধছে ইস্টবেঙ্গল। প্রধান স্পনসর হিসাবে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে গেম-টেক জায়ান্ট।

Advertisment

ইস্টবেঙ্গলের জার্সির ডিজাইন এবার বদলে যাবে। ম্যাচ এবং অনুশীলন জার্সির সামনে এবং পিছনের অংশে মূল স্পনসর জায়গা করে নেবে। ইমামি ইস্টবেঙ্গল সিইও নম্রতা পারেখ মিডিয়া বিবৃতিতে জানিয়েছেন, "আসন্ন সিজনের জন্য ব্যাটারির সঙ্গে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে গেম-টেক দুনিয়া ক্রমবর্ধমান। লাইভ গেম অভিজ্ঞতা এবং খেলার দুনিয়ার খুঁটিনাটি আপডেটের জন্য ব্যাটারি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। আমরা আসন্ন মরশুমে সুপার চার্জ হয়ে নামার জন্য মুখিয়ে রয়েছি।"

কয়েকদিন আগেই কোচ কুয়াদ্রাত চলে এসেছেন। বিদেশিদের মধ্যে বোরহা হেরেরাও চলে এসেছেন। কলকাতা লিগ এবং ডুরান্ড অভিযান শেষ হলেই নতুন উদ্যমে আইএসএল-এ নামবে ইস্টবেঙ্গল। প্রাক মরশুমে ইস্টবেঙ্গলকে বেশ চনমনে লেগেছে। নতুন সিজনে ব্যাটারি-তে চার্জ দিয়ে কতটা মাঠ মাতাতে পারেন হরমনজোৎ খাবরারা, সেটাই এখন দেখার।

Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment