/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/east-bengal-derby.jpg)
ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন মাত্র দুই মরশুম আগেও। তবে ইমামি জমানায় গত সিজনে ইস্টবেঙ্গল চুক্তি নবিকরণের পথে হাঁটেনি তারকার সঙ্গে। সেই অরিন্দম ভট্টাচার্য এবার নর্থ ইস্ট ইউনাইটেড ঘুরে সই করলেন আইলিগের দল ইন্টার কাশিতে।
এক মরশুম আগে ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার দল গঠন নিয়ে টালবাহানা চলছিল। সেই সময়েই অরিন্দম ফ্রি এজেন্ট হিসাবে যোগ দেন নর্থ ইস্ট ইউনাইটেডে।
আরও পড়ুন: ISL-এ অতীত লোবেরা-ফেরান্দোর শিষ্য! ৬ বছর পর চ্যাম্পিয়ন ক্লাব ছেড়ে যোগ দিলেন আইলিগে
২০২০/২১ মরশুমে আইএসএলের গোল্ডেন গ্লাভস পুরস্কার উঠেছিল তাঁর ঝুলিতে। তবে তারপরের মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে নিজের সেরার ধারে কাছেও ছিলেন না তারকা গোলকিপার। ১১ ম্যাচে ২৯টি সেভ করলেও গোল হজম করতে হয়েছিল ১৯টি। অভিজ্ঞতার জন্যই ইস্টবেঙ্গলের অধিনায়ক বাছা হয়েছিল তারকা গোলকিপারকে। তবে একের পর এক ভুল করে ডার্বিতে ডুবিয়েছিলেন দলকে। মহারণে চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে নেতৃত্বের আর্মব্যান্ডও ছেড়ে দেন। পরে প্ৰথম একাদশের অনিয়মিত হয়ে পড়েন তারকা এই গোলকিপার।
🚨 | Newly inducted Hero I-League club Inter Kashi have completed the signings of goalkeeper Arindam Bhattacharya and attacking midfielder Asif Khan. <@IFTWC> #IndianFootballpic.twitter.com/7qfQddX5Do
— 90ndstoppage (@90ndstoppage) August 13, 2023
অরিন্দম গত সিজনেই স্পেনে গিয়ে প্রস্তুতি সেরে এসেছিলেন। স্প্যানিশ তৃতীয় ডিভিশনের ক্লাব মারবেলা এফসির সঙ্গে প্রাক মরশুম অনুশীলন ছেড়েছিলেন।
তারপর মার্কো বালবুলের কোচিংয়ে নিয়মিতভাবে নর্থইস্ট ইউনাইটেডের জার্সি গায়ে চাপিয়েছেন। এবার এটিকে, মোহনবাগান, ইস্টবেঙ্গলের জার্সিতে খেলা তারকা বঙ্গসন্তান আইলিগের নতুন দলে। বর্ষীয়ান তারকা নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে পারবেন, দেখাই যাক।