Advertisment

কোচ প্রায় চূড়ান্ত এফসি গোয়ার! ISL চ্যাম্পিয়ন স্প্যানিশ ম্যানেজারকেই দেওয়া হচ্ছে দায়িত্ব

নতুন কোচ ঠিক করে ফেলল এফসি গোয়া

author-image
Subhasish Hazra
New Update
NULL

ইস্টবেঙ্গলে কোচ বাছাই এখনও চূড়ান্ত নয়। বলা হয়েছে পয়লা বৈশাখের আগেই নাকি নতুন কোচের নাম চূড়ান্ত করে ফেলা হবে। এর মধ্যেই এফসি গোয়া নতুন কোচ ঠিক করে ফেলল।

Advertisment

কার্লোস পেনাকে সরিয়ে গোয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে মানোলো মার্কুয়েজকে। খবর এমনটাই। ভারতীয় ফুটবল সার্কিটে অন্যতম সফলতম কোচ মানোলো মার্কুয়েজ।

২০২০/২১ সিজনে হায়দরাবাদ এফসির কোচ হিসেবে পদার্পন ঘটে। তারপর দলকে চ্যাম্পিয়ন করেছেন পরের সিজনেই। ইউরোপীয় ফুটবলেও অভিজ্ঞতা অগাধ মানোলোর। লা লিগা এবং ক্রোয়েশিয়ার শীর্ষস্থানীয় লিগে কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতে এসেছিলেন।

স্প্যানিশ লিগের বিভিন্ন ডিভিশনে পিবি এনগুয়েরা, এই প্রাত, সিই ইউরোপা, বাদালোনা, এস্প্যানিওল বি, সান্ত আন্দ্রিউ, লা পামাস বি দলের যেমন কোচ ছিলেন তেমন ২০১৬/১৭-য় লা লিগার লা পামাসের হেড কোচ হন। তার আগে ক্রোয়েশিয়ার শীর্ষ লিগের এনকে ইন্সট্রা-র কোচ ছিলেন।

আরও পড়ুন: পিছিয়ে পড়লেন গামবাউ! ইস্টবেঙ্গলে কোচের দৌড়ে হট ফেভারিট ISL চ্যাম্পিয়ন কোচ

আলবার্তো রোকার কাছ থেকে দায়িত্ব নিয়ে হায়দরাবাদকে নতুন সাফল্যের চূড়ায় তুলে দিয়েছিলেন মার্কুয়েজ। টুর্নামেন্ট ইতিহাসে হায়দরাবাদ প্ৰথমবার তাঁর কোচিংয়েই সবথেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ে। প্ৰথম সিজনে পঞ্চম স্থানে ফিনিশ করার পে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয় সিজনেই ট্রফি জিতে নেয়। এবারেও হায়দরাবাদকে সেমিতে তুলে দিয়েছিলেন মার্কুয়েজ। যদিও এটিকে মোহনবাগানের কাছে শেষমেশ হেরে যাত্রাভঙ্গ হয়।

নতুন ফুটবলার তুলে আনা মার্কুয়েজের কোচিং স্টাইলের অন্যতম বিষয়। এফসি গোয়া নতুন কোচ কার্লোস পেনার অধীনে মোটেই প্রত্যাশা মত পারফর্ম করতে পারেনি। সপ্তম স্থানে ফিনিশ করেছে গউর-রা। এফসি গোয়ায় এমনিতে দেশের ফুটবলে প্রতিষ্ঠিত তারকা যেমন সেরিটন ফার্নান্দেজ, লেনি রদ্রিগেজ, ব্রেন্ডন ফার্নান্দেজের মত তারকারা যেমন রয়েছেন তেমন উঠতি প্রতিভা হিসাবে রয়েছেন আয়ুশ ছেত্রী, মহম্মদ নেমিলের মত তারকারা। বিদেশি হিসাবে নোয়া সাদাউই, এডু বেদিয়া, আলভারো ভাসকুয়েজরা রয়েছেন। মার্কুয়েজ এই তারকাদের কাছ থেকে সেরাটা আদায় করে নিতে পারেন কিনা, সেটাই দেখার।

Indian Football ISL
Advertisment