Advertisment

বিশাল হাতে ISL চ্যাম্পিয়ন ATKMB! রুদ্ধশ্বাস টাইব্রেকারে শাপমুক্তি বাগানের

পেত্রাতোসের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান

author-image
Subhasish Hazra
New Update
NULL

এটিকে মোহনবাগান: ২ (পেত্রাতোস-২) ৪

বেঙ্গালুরু এফসি: ২ (সুনীল, রয় কৃষ্ণ), ৩

Advertisment

গোয়ায় চ্যাম্পিয়ন হয়েই ফিরছে এটিকে মোহনবাগান। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-৩ গোলে নীল জার্সিধারীদের হারিয়ে কলকাতায় খেতাব আনছেন হুয়ান ফেরান্দো বাহিনী। দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোল। দুই দলই পিছিয়ে পড়ে গোলশোধ। সুনীল ছেত্রীর প্ৰথম একাদশে জায়গা না পেয়েও মনমাতানো ম্যাচ উপহার। পুরোনো দলকে খাদ্যের দিকে ঠেলে দেওয়া রয় কৃষ্ণ- শনিবাসরীয় ব্লকবাস্টার ফাইনালে উত্তেজনার সমস্ত রসদ নিয়ে হাজির হয়েছিল গোয়ার ফাইনাল।

সেই ম্যাচেরই ফলাফল নির্ধারণ হল গতবারের মত টাইব্রেকারে। এটিকেএমবির হয়ে গোল করে গেলেন দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো, মনবীর সিং, কিয়ান নাসিরির। বেঙ্গালুরুট হয়ে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণ, আলান কোস্টা গোল করে গেলেও বিশাল কাইথ সেভ করে দেন ব্রুনো রামিরেস। এরপরে পঞ্চম শট মিস করে বসেন পাবলো পেরেজ। তারপরেই ফতোরদার গ্যালারি সবুজ-মেরুন।

টানটান ম্যাচের পেন্ডুলাম দুলল এদিক-ওদিক। সুনীল ছেত্রীকে বাইরে রেখে দল গড়েও মাঠে ক্যাপ্টেনকে নামাতে হল মাত্র ৩ মিনিটে। শিবশক্তি ইনজুরির কবলে পড়ায়। তারপরে ক্রমাগত আক্রমণ সামলে পেত্রাতোসের গোলে বাগানের এগিয়ে যাওয়া। পেনাল্টি বক্সে রয় কৃষ্ণ হ্যান্ডবল করে বসায় সাততাড়াতাড়ি পেনাল্টি পেয়ে যায় এটিকে মোহনবাগান। সেখান থেকেই বাগানকে এগিয়ে দেন পেত্রাতোস। তবে বিরতির আগে বেঙ্গালুরু সমতা ফেরায় পেনাল্টি থেকেই। বক্সের মধ্যে শুভাশিস ফাউল করে বসেন রয় কৃষ্ণকে। ক্যাপ্টেন সুনীল নিখুঁত শটে ১-১ করে যান।

আরও পড়ুন: ATK আর থাকছে না! চ্যাম্পিয়ন হয়েই সমর্থকদের জন্য বিশাল ঘোষণা কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার

৮৫ মিনিটে যখন রয় কৃষ্ণ হেডে বল জড়িয়ে দিলেন জালে, ক্যামেরা তাক করল কোচ হুয়ান ফেরান্দোর দিকে। মুখে হাত দিয়ে হতাশায় ভাসতে দেখা গেল তাঁকে। ছেড়ে দেওয়া তারকার হাতেই কি শেষমেশ বাগানে শীত নেমে আসবে গোয়ার ফাইনালে, এমন আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। তবে প্রতিশোধের গল্প নয়, মান্ডবির তীর শেষমেষ উড়ছে সবুজ মেরুন আবিরই। চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। রুদ্ধশ্বাস টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়ে শেষমেশ শাপমুক্তি ঘটেছে ফেরান্দোর।

ম্যাচ শেষ হওয়ার মাত্র মিনিট পনের আগে রয় কৃষ্ণ পুরোনো দলের বিরুদ্ধে গোল করে সবুজ মেরুন শিবিরে হৃদকম্প হাজির করেছিলেন। তবে ত্রাতা হন সেই পেত্রাতোস। এবারেও পেনাল্টি থেকে ২-২ করেন তিনি। কিয়ান নাসিরিকে ফাউল করেছিলেন পাবলো পেরেজ। তবে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। যে মুহূর্তে ফাউল করা হয়, সেই সময় কিয়ান বক্সের বাইরে ছিলেন। তবে তিনি পড়ে যান বক্সের মধ্যে। সেখান থেকে ২-২ করেন অজি স্ট্রাইকার। এবং তারপরে অতিরিক্ত সময়। টাইব্রেকার এবং এটিকে মোহনবাগানের প্ৰথম চ্যাম্পিয়ন হওয়া। ইতিহাস গড়ে।

Read the full article in ENGLISH

atk-mohun-bagan Mohunbagan Bengaluru FC ATK Mohun Bagan Sunil Chhetri ISL
Advertisment