Advertisment

চ্যাম্পিয়ন হয়ে কোটি কোটিতে ভাসল ATK মোহনবাগান! পুরস্কার পেলেন একের পর এক বাগান তারকা

চ্যাম্পিয়ন হয়ে কত কোটি পেল সবুজ মেরুন শিবির

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে দুর্ধর্ষভাবে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। সংযুক্তির পর এটিকে মোহনবাগান প্ৰথম আইএসএল খেতাব জিতল। এটিকে ফ্র্যাঞ্চাইজির হিসেব ধরলে মোট চারবার আইএসএল চ্যাম্পিয়ন হল তারা। রুদ্ধশ্বাস ফাইনালে প্ৰথমে পেনাল্টি থেকে গোল করে বাগানকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। এরপরে সুনীল ছেত্রী একইভাবে পেনাল্টি থেকে গোল করে যান। রয় কৃষ্ণ হেডে শেষ কোয়ার্টারে বেঙ্গালুরুকে ২-১'এ এগিয়ে দিলেও পেনাল্টি থেকে ফের গোল করে ম্যাচ অতিরিক্ত সময় এবং টাইব্রেকারে টেনে নিয়ে যান পেত্রাতোস।

Advertisment

রুদ্ধশ্বাস ফাইনাল জিতে এটিকে মোহনবাগান বিজয়ী দল হিসেবে পেল ৬ কোটি টাকা। রানার্স আপ হিসাবে বেঙ্গালুরু এফসিকে দেওয়া হল ২.৫ কোটি টাকা। এছাড়াও ব্যক্তিগত পারফরম্যান্সকেও সম্মান জানিয়ে একাধিক পুরস্কার দেওয়া হয়েছে জয়ের মঞ্চে। দেখে নেওয়া যাক একনজরে-

আরও পড়ুন: ATKMB কে পেনাল্টি উপহার দিয়ে কি চ্যাম্পিয়ন করা হল! রেফারিকে বীভৎস তোপ বেঙ্গালুরু মালিক জিন্দালের

ISL Final 2022-23 Awards: ম্যাচের পরেই একের পর এক পুরস্কারে ভেসে যান সবুজ মেরুন ফুটবলাররা।

Jindal Panther of the Match: বিশাল কাইথ (এটিকে মোহনবাগান)

Hero of the Match: দিমিত্রি পেত্রাতোস (এটিকে মোহনবাগান)

আরও পড়ুন: ATK আর থাকছে না! চ্যাম্পিয়ন হয়েই সমর্থকদের জন্য বিশাল ঘোষণা কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার

ISL Season 2022-23 Awards:

Best Pitch Award: কেরালা ব্লাস্টার্স এফসি

Best Grassroots development Award: বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া

Street Baller of the League: নোয়া সাদাউয়ি (এফসি গোয়া)

Golden Glove Winner: বিশাল কাইথ (এটিকে মোহনবাগান)

Golden Boot Winner: দিয়েগো মরিসিও (ওড়িশা এফসি, ১২ গোল)

Emerging Player of the League: শিবশক্তি নারায়ণ (বেঙ্গালুরু এফসি)

Hero of the League: লালিয়ানজুয়ালা ছাংতে

atk-mohun-bagan Mohunbagan Bengaluru FC Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment