ভাবা হয়েছিল হয়ত এবার সমর্থক, কোচের মন জয় করতে চেষ্টার কসুর করবেন না তিনি। গত সিজনে বাগানকে দুশ্চিন্তায় ফেলেছিলেন তিনি। গোটা সিজন খেলতে পারেননি। সমর্থকদের ফেভারিট তিরি, স্লাভকোকে ছেড়ে দিলেও রক্ষণে ধরে রাখা হয়েছে তাঁকে। সেই ফ্লোরেন্টিন পোগবা ফের বাগানকে সমস্যায় ফেললেন। ডুরান্ড শুরুর আগে।
গত মাসের শেষ সপ্তাহে কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে কলকাতায় হাজির হয়ে সমর্থকদের চমকে দিয়েছিলেন পোগবা। গত সিজনে অল্প সুযোগ পেয়েও ক্লাবকে ভরসা যোগাতে পারেননি। তারপর চোট পেয়ে গোটা সিজন থেকেই ছিটকে যাওয়ার পরে সম্মিলিত ধারণা ছিল, পোগবাকে বাদ দিয়েই হয়ত নতুন স্কোয়াড সাজাবেন বাগানের স্প্যানিশ কোচ।
এমনিতে মোহনবাগানের সব বিদেশি এবার চূড়ান্ত। আক্রমণে দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে নিয়ে আসা হয়েছে জেসন কামিন্স, সাদিকুকে। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন হুগো বুমোস। রক্ষণে বিদেশি কোটায় থাকছেন ব্রেন্ডন হ্যামিল। চোট পাওয়া জনি কাউকোকে আনরেজিস্টার্ড হিসাবে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগান থেকে ছেড়ে দেওয়া বিদেশিদের মধ্যে রয়েছেন তিরি, কার্ল ম্যাকহিউ, স্লাভকো, ফ্রেডরিকো গ্যালাগোরা। ম্যাকহিউকে প্রাথমিকভাবে ধরে রাখা হলেও আচমকা ক্লাবের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলেন আইরিশ তারকা। এফসি গোয়ায় নাম লিখিয়েছেন তিনি। তাঁর বদলে ইউৎসেকে সই করিয়েছে সবুজ মেরুন শিবির।
আরও পড়ুন: বাগানের ঘর ভাঙল ওড়িশা! শেষবেলায় বাগানের সেরা তারকাকে নিখুঁত প্ল্যানিংয়ে তুলল লোবেরা ব্রিগেড
তিরি, ম্যাকহিউ, স্লাভকোর মত ডিফেন্ডারকে এবার রিলিজ করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় পোগবার ফিরে আসা নতুন করে জল্পনায় জন্ম দিয়েছিল। আসলে ঘটনা ছিল অন্য। বাগানের সঙ্গে পলের দাদার চুক্তি রয়েছে ২০২৪-এর মে মাস পর্যন্ত। তাছাড়া দলের যে হোয়াটসআপ গ্রুপ রয়েছে, সেখানেও তিনি রয়েছেন বহাল তবিয়তে।
ক্লাবের হোয়াটসআপ গ্রুপেই দলের প্রাক মরশুম অনুশীলন শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। তা দেখেই পোগবা নিজের খরচে কলকাতায় হাজির হয়ে গিয়েছেন। ক্লাব নাকি পোগবার আগমনের আগাম আগমনের খবর জানতেও পারেনি।
মোহনবাগান পোগবার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে হাঁটেনি। আসন্ন ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচেই পোগবাকে খেলানো হবে। সেখানে তিনি প্রভাবিত করতে পারলেই আইএসএল-এর জন্য ভাবা হবে তাঁকে। এমনটাই প্ল্যানিং ছিল হুয়ান ফেরান্দোর। তবে হঠাৎ করেই অনুশীলনে নিতম্বে চোট পেয়ে ফের সবুজ মেরুন কোচের প্ল্যানিং কেঁচে দিয়েছেন গিনির জাতীয় দলের তারকা। যে ডুরান্ড কাপকে ভাবা হচ্ছিল পোগবার এসিড টেস্ট, সেই পরীক্ষায় তাঁকে ছাড়াই নামতে হবে বাগানকে।
গত সিজনের শুরুতে ফ্লোরেন্টিন পোগবাকে ঢাকঢোল বাজিয়ে সই করানোর খবর জানিয়েছিল মোহনবাগান শিবির। ক্যাপ্টেনও করা হয় পল পোগবার দাদাকে। তবে মাঠে নেমে বাগান শিবিরের আস্থা মোটেই অর্জন করতে পারেননি তিনি। প্ৰথম একাদশে জায়গা হারানোর পর চোট পেয়ে গোটা সিজন থেকেই একসময় ছিটকে যান। শেষমেশ তাঁর জায়গায় সই করানো হয় স্লাভকো দামজানোভিচকে। তিনি দুর্ধর্ষ খেলে দলকে চ্যাম্পিয়ন করতে অন্যতম সেরা ভূমিকা রাখেন।
এমনিতে ৩১ অগাস্ট পর্যন্ত দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে। এর মধ্যে নাটকীয়ভাবে হঠাৎ চোট পাওয়া পোগবাকে রিলিজ করে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।