আইএসএল-এ বড়সড় চুক্তি সম্পন্ন করে ফেলল জামশেদপুর এফসি। স্প্যানিশ বংশোদ্ভুত ফরাসি মিডফিল্ডার জেরেমি মাঞ্জরোকে সই করিয়ে ফেলল স্কট কুপারের জামশেদপুর। কেরিয়ারে লিগা ওয়ান তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগে খেলেছেন। কাজাখস্তান, লিথুয়ানিয়া, পার্শিয়ান গালফ লিগ, সাইপ্রাসের লিগে খেলেছেন।
তবে কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন কাজাখ লিগে। দু-বার কাজাখ লিগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি তবোল কোস্টানয় এবং এফসি আস্তানার হয়ে।
মাঝমাঠে যেকোনও দলের সম্পদ। আক্রমণাত্মক এই মিডফিল্ডার মাঝমাঠের যেকোনও পজিশনে খেলতে স্বচ্ছন্দ। উইং হোক বা ডাউন দ্যা মিডল- মাঞ্জরো সব পজিশনেই দাদাগিরি দেখাতে পারেন। কেরিয়ারের শুরু হয়েছিল লিগা ওয়ানে। স্টেড দ্য রেইমস-এ খেলে উত্থান তাঁর। রেইমসের বি দলেও খেলেছেন তিনি। লিথুয়ানিয়ান লিগ এবং লিথুয়ানিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছেন এফকে সুদুভার হয়ে। উয়েফা ইউরোপা লিগে ৮ বার, উয়েফা কনফারেন্স লিগে ৪ ম্যাচ খেলেছেন। এমন অভিজ্ঞতার ঝুলি নিয়েই এবার মাঞ্জরো সই করছেন জামশেদপুর এফসিতে।
জামশেদপুরে তিনি সই করলেন পোলিশ লিগের সন্দেকজা থেকে।