Advertisment

লিস্টন-বুমোস-মনবীর কেউ নেই বাগানের প্ৰথম ১১-য়! ISL জিততে কেমন দল সাজাচ্ছেন ফেরান্দো, জানুন

মোহনবাগানের প্ৰথম একাদশ কেমন হতে চলেছে আসন্ন সিজনে

author-image
Subhasish Hazra
New Update
NULL

ট্রান্সফার সিজন কাঁপিয়ে দিয়েছে মোহনবাগান। একের পর এক দেশি, বিদেশি সুপারস্টারকে সই করিয়ে আইএসএল জমিয়ে দিয়েছে সবুজ মেরুন শিবির। গতবার আইএসএল-এর একটা পর্যায়ে চোট-আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল হুয়ান ফেরান্দো শিবির। তিরি চোটের জন্য গোটা সিজনেই ছিটকে গিয়েছিলেন। ফ্লোরেন্টিন পোগবা, জনি কাউকোর চোটে বেসামাল হয়ে পড়ে বাগান। তবে দ্বিতীয় ট্রান্সফার সিজনে স্লাভকো দামজানোভিচ, ফ্রেডরিকো গ্যালেগো, পুইতিয়াদের সই করিয়ে পরিস্থিতি সামলে নিয়েছিলেন স্প্যানিশ গুরু।

Advertisment

গত বার বিদেশি নির্বাচনের ক্ষেত্রে রক্ষণ মজবুত করায় নজর দিয়েছিলেন ফেরান্দো। তিরি, ম্যাকহিউদের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলদের নিয়েছিল বাগান। এবার স্ট্র্যাটেজি বদলাচ্ছেন বাগান কোচ। রক্ষণে ব্রেন্ডন হ্যামিলকে ধরে রেখে ছেড়ে দেওয়া হয়েছে স্লাভকোকে। সার্বিয়ান তারকার ঠিকানা এবার বেঙ্গালুরু এফসি। ছেড়ে দেওয়া তারকাদের তালিকায় রয়েছেন প্রীতম কোটাল, পুইতিয়ারাও। ফ্লোরেন্টিন পোগবাকে এখনও সরকারিভাবে রিলিজ না করা হলেও তাঁকে যে স্প্যানিশ কোচ রাখবেন না, তা দিনের আলোর মত স্পষ্ট।

এবার রক্ষণে জাতীয় দলের তারকা আনোয়ার আলিকে সই করানো হয়েছে। আপফ্রন্টে জেসন কামিন্সের সঙ্গে বিরাট সই করানো হয়েছে ইউরোপা লিগের আর্মান্দো সাদিকুকে। মাঝমাঠে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপাকেও নিয়ে আসা হয়েছে। চোট পাওয়া সত্ত্বেও আনরেজিস্টার্ড হিসাবে ধরে রাখা হচ্ছে জনি কাউকোকে।

একের পর এক তারকার অন্তর্ভুক্তিতে লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, মনবীর সিং, হুগো বুমোসের প্ৰথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ঘটনা হল, দল গঠনের রণকৌশল বদলালেও ফর্মেশনে সম্ভবত একই থাকবে বাগানের। ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাতে চলেছেন স্প্যানিশ কোচ।

ব্যাক ফোরে ব্রেন্ডন হ্যামিলের সঙ্গে জুটি বাঁধবেন আনোয়ার আলি। দুই উইং ব্যাক হিসাবে এবার দেখা যাবে আশিস রাই এবং শুভাশিস বোসকে। শুভাশিসকে ডিফেন্সিভ ভূমিকা পালন করতে হবে। তবে আশিস রাইয়ের ভূমিকা থাকবে ওভারল্যাপ করে পেত্রাতোসকে বল জোগানোর। আর রক্ষণকে ভরসা যোগাতে দুই পিভট হিসাবে খেলানো হবে গ্লেন মার্টিন্স এবং অনিরুদ্ধ থাপাকে। মাঝমাঠে আক্রমণাত্মক মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন সাহাল সামাদ। সেন্টার ফরোয়ার্ড হিসাবে কামিন্সের দুই পাশ দিয়ে আক্রমণ শানাবেন সাদিকু এবং পেত্রাতোস। গতবার পেত্রাতোসকে উইথড্রয়ালের ভূমিকায় দেখা গিয়েছিল। এবার পজিশন বদলাবে অজি তারকার।

publive-image

সাদিকু, পেত্রাতোসের ব্যাক আপ হিসাবে রিজার্ভে থাকবেন লিস্টন, মনবীররা। মাঝমাঠের ব্যাক আপ হুগো বুমোস, আশিক কুরুনিয়ানরা। রক্ষণের জন্য রিজার্ভ বেঞ্চে থাকবেন কার্ল ম্যাকহিউ।

সবমিলিয়ে মোহনবাগানের ব্যাক আপ স্কোয়াড নিয়েই আস্ত আইএসএল দল সাজানো সম্ভব। গতবারের চ্যাম্পিয়নদের ব্যাক রুম স্টাফ হিসাবে যোগ দিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস-ও। টিডি হিসাবে ছাপ ফেলতে মরিয়া থাকবেন তিনি। সবমিলিয়ে, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার এবারেও যে যোগ্য দাবিদার মোহনবাগান সুপার জায়ান্ট, তা নিয়ে কার্যত কোনও সন্দেহই নেই।

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment