Advertisment

জনি কাউকোর দেশের তারকা সরাসরি ISL-এ! তিনবারের বর্ষসেরা সুপারস্টার এবার ঝড় তুলবেন লিগে

আইএসএল-এ এবার একের পর এক তারকা

author-image
Subhasish Hazra
New Update
NULL

চোটের কারণে জনি কাউকো সম্ভবত আসন্ন আইএসএল-এর গোটা সিজন জুড়েই খেলতে পারবেন না। চুক্তিবদ্ধ বিদেশিদের মধ্যে কেউ প্রভাব ফেলতে ব্যর্থ হলে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে সেই বিদেশিকে রিলিজ করে জনি কাউকোকে নেওয়া হবে। বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই ফিট হয়ে উঠতে পারেন ফিনিশ তারকা। তাঁর রিকভারির দিকে নজর রাখবে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত তাঁকে আনরেজিস্টার্ড ফুটবলার হিসাবে স্কোয়াডে রাখা হচ্ছে।

Advertisment

জনি কাউকো না থাকলেও ফিনল্যান্ডের ফুটবলার এবারের আইএসএল-এ থাকছেন। এক বছরের চুক্তিতে জনি কাউকোর স্বদেশীয় পেত্তেরি পেনানেনকে সই করাল হায়দরাবাদ এফসি। ফিনল্যান্ডের লিগ ছাড়াও ৩২ বছরের তারকার মার্কিন যুক্তরাষ্ট্র, ডাচ, ইন্দোনেশিয়ান, পোলিশ লিগে খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে।

পেনানেনের উত্থান ফিনল্যান্ডের লিগের প্ৰথম সারির ক্লাব KuPS-এর হয়ে। যে ক্লাবে চলতি সিজনে নাম লিখিয়েছেন গত মরশুমে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ইংরেজ স্ট্রাইকার জেক জার্ভিস। ফিনল্যান্ডের এই ক্লাবটির হয়ে চারটি আলাদা আলাদা স্পেলে খেলেছেন আট বছর। এছাড়াও ফিনিশ লিগে টিপিএস, ইলভস, RoPS-এ খেলেছেন। ডাচ লিগে অংশ নিয়েছিলেন চ্যাম্পিয়ন ক্লাব টোয়েন্টির হয়ে। ইন্দোনেশিয়ান লিগা ওয়ানে পেরসিকাবোর হয়েও খেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ডিভিশনে খেলেছেন স্যক্রমেন্টো রিপাবলিকে।

ফিনিশ লিগে ২০১৮, ২০১৯, ২০২২-এ টানা তিনবার বর্ষসেরা মিডফিল্ডারের তকমাও পেয়েছেন। ২০১৮, ২০১৯-এ ফিনিশ লিগের বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছিলেন। ফিনল্যান্ডের যুব দলের নিয়মিত তারকা সিনিয়র দলেও খেলেছেন।

কোস্টারিকার জোনাথন মোয়া, অস্ট্রেলিয়ার জো নয়েলসের পর তৃতীয় বিদেশি হিসাবে হায়দরাবাদে যোগ দিলেন পেত্তেরি পেনানেন। কোনর নেস্টর এবার দায়িত্ব নিয়েছেন হায়দরাবাদ এফসির। পেনানেন আইএসএল-এ ম্যাজিক দেখাতে পারবেন, সেটা সময়ই বলবে।

Hyderabad Indian Football ISL
Advertisment