ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার থিয়াগো স্যান্টোস এবার সই করলেন নেরোকা এফসিতে। ভারতে অবশ্য এবারেই প্ৰথম খেলতে আসছেন না তারকা। এর আগে মুম্বই সিটি এফসিতে খেলেছিলেন তিনি। সরকারিভাবে এখনও ঘোষণা না করা হলেও কয়েকদিনের মধ্যেই তারকার নাম জানিয়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
২৭ বছরের তারকার যুব কেরিয়ার শুরু দুক দে ক্যাক্সিয়াস থেকে। পরে নাম লেখান ফ্ল্যামেংগোয়। ২০১৫-য় ফ্ল্যামেংগোর সিনিয়র দলে সই করেন তারকা। এর পরে টানা ২০২১ পর্যন্ত ব্রাজিলের বিখ্যাত এই ক্লাবে খেলেন। মাঝে লোনে আইএসএল-এ মুম্বই সিটির জার্সিতে খেলেন।
২০১৯-এ ফ্ল্যামেঙ্গোর হয়ে রিও ডি জেনেইরোর রাজ্য চ্যাম্পিয়নশিপের ক্যাম্পিওনাতো ক্যারিওকা দে ফুটবলে সেরা হওয়ার স্বাদ পান।
আরও পড়ুন: কনস্টানটাইনের কোচিংয়ের জাতীয় স্ট্রাইকারকেই নিচ্ছে ইস্টবেঙ্গল! সরকারি ঘোষণা কেবল সময়ের অপেক্ষা
এফসি গোয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচেই গোল করেন তিনি। সেই ম্যাচে মুম্বই ২-১ গোলে জিতেছিল। ২০১৭/১৮ মরশুমে স্যান্টোস ১৩ ম্যাচে মুম্বইয়ের হয়ে ৫ গোল করেন।
আইলিগের আগে খগেন সিংয়ের নেরোকা বেশ কিছু ভালো রিক্রুট করেছে। উজবেকিস্তানের আক্রমণাত্মক মিডফিল্ডার সরদার জাখোনভকে যেমন সই করিয়েছে পাহাড়ি দলটি, তেমন কিরঘিজস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার বেকতুর তালগত, সিয়েরা লিয়নের ডিফেন্ডার ডেভিড সিম্বোকে সই করিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে নেরোকা। এবার ব্রাজিলিয়ান তারকা উইঙ্গারের অন্তর্ভুক্তিতে নেরোকা যে আরও শক্তিশালী হল, তা নিয়ে সন্দেহ নেই।