তাঁকে ঘিরে নিরন্তর চর্চা শুরু হয়েছিল। জেসন কামিন্স আগমনের খবর প্রকাশ্যে আসার পরই আইএসএল-ও তোলপাড় পড়ে গিয়েছিল। কিছুদিন আগেই কাতারে বিশ্বকাপ খেলে আসা অস্ট্রেলীয় সুপারস্টারকে পাওয়ার জন্য ওয়ার্ল্ড কাপের পরেই সচেষ্ট হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। তারপরে গড়িয়ে গিয়েছে অনেকটা জল। অবশেষে গত সপ্তাহেই চূড়ান্ত হয়েছে জেসন কামিন্স আসছেন। আসছেন সবুজ-মেরুন জার্সিতে আইএসএল কাঁপানোর জন্য।
এবার নিজের মুখে সেই কথা স্বীকার করে নিলেন স্কটিশ-অজি তারকা। ইউটিই এ লিগের গ্র্যান্ড ফাইনালে জেসন কামিন্স মরসুমের শেষ ম্যাচে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতে নেমেছিলেন মেলবোর্ন সিটির বিপক্ষে। শেষ ম্যাচে দুর্ধর্ষ গোল করে মেরিনার্সদের জয় এনে দিলেন। ম্যাচের আগে খুল্লামখুল্লা জানিয়ে দিলেন, "এটাই আমার ফেয়ারওয়েল ম্যাচ কিনা? হতে পারে। হয়ত এটাই আমার শেষবার মাঠে নামা। তবে এই ম্যাচে পুরোপুরি ফোকাস করে রয়েছি। জিততে চাই।"
ম্যাচ শেষে কামিন্সের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ধারাভাষ্যকাররাও। বলে দিলেন, "জেসন কামিন্স স্কটিশ কাপ, স্কটিশ লিগ কাপের ফাইনালে খেলেছেন। অস্ট্রেলিয়ান কাপ ফাইনালেও দু-বছর আগে খেলেছিল। চলতি সিজনে ক্লাবের হয়ে ১৭ গোল করে টপ স্কোরার। এটাই হয়ত ওঁর শেষ ম্যাচ হাতে পারে। সম্ভাব্য গন্তব্য ভারত। মিলিয়নার হিসাবে কামডগের (কামিন্স) পদার্পন ঘটতে পারে আইএসএল-এ।"
আর শেষ ম্যাচেই মধুরেণ সমাপয়েত! কামিন্স নিজে দলের হয়ে প্ৰথম গোল করলেন। তাঁর দলও ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হল গ্র্যান্ড ফিনালে। এ লিগের মেরিনার্স থেকে আইএসএলের মেরিনার্স-এ এসে গোলের এই ম্যাজিক টাচ দেখাতে পারবেন? সময়ই বলবে।