এটিকে মোহনবাগান স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন জনি কাউকো। ফিনল্যান্ডের সুপারস্টার মোহনবাগানে সাফল্যের পর সাফল্য এনে দিয়েছেন। তবে গত সিজনেই চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল ফিনিশ তারকাকে। তাঁর ভাগ্য কার্যত চূড়ান্ত হয়ে গেল সবুজ মেরুন সংসারে।
মোহনবাগান এবার আক্রমণে বোঝাই একাদশ গড়ছে। গত সিজনে হুয়ান ফেরান্দোর স্টাইলের যা পুরোপুরি উল্টো। কোনও পজিটিভ স্ট্রাইকার ছাড়াই স্রেফ দিমিত্রি পেত্রাতোসকে উইথড্রয়াল হিসাবে খেলিয়ে লিস্টন কোলাসো, মনবীরদের দিয়ে ম্যাচের পর ম্যাচ বের করে নিয়েছেন স্প্যানিশ কোচ। রক্ষণ-এ একের পর এক তারকার ঠিকানা হয়েছিল বাগানে- আহত তিরিকে স্কোয়াডে নথিভুক্ত না করে নিয়ে আসা হয়েছিল ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলদের। পরে পোগবা চোট পেয়ে বসায় সই করানো হয় স্লাভকো দামজানোভিচকে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকেই চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান।
তবে এবার 'এটিকে' শব্দের অবলুপ্তির সঙ্গেই নিজের ফর্মেশনে বদলের পথে হাঁটছেন আইএসএল চ্যাম্পিয়ন কোচ। এবার আবার 'মাথা ভারি' দল মোহনবাগান সুপার জায়ান্টের। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুর মত পরীক্ষিত দুই গোলশিকারিকে সই করিয়েছে বাগান শিবির। সেই সঙ্গে পেত্রাতোসের ত্রিফলা কেমন নাজেহাল করে বিপক্ষের ডিফেন্স, তা দেখার জন্য এখন থেকেই মরিয়া ফুটবল মহল। আর আক্রমণে তিন বিদেশি থাকায় লিস্টন, মনবীর কিংবা আশিক কুরুনিয়ানরা প্ৰথম একাদশে কতটা সুযোগ পাবেন, তা নিয়ে এখন থেকেই সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন: গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপারের আগমন পাকা ইস্টবেঙ্গলে! লাল-হলুদে রিইউনিয়ন ঘটবে কোচ কুয়াদ্রাতের সঙ্গে
ঘটনা হল, আপফ্রন্টে তিন বিদেশিকে ধরে মোহনবাগানের পাঁচ বিদেশি ইতিমধ্যেই চূড়ান্ত। রক্ষণে হ্যামিলের সঙ্গে কার্ল ম্যাকহিউকে রেখে দেওয়া হয়েছে। রিলিজ করা হয়েছে তিরি, স্লাভকোকে। মাঝমাঠের হুগো বুমোসকে লোনে অন্য দলে পাঠিয়ে দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। তবে আহত জনি কাউকোকে এখনই ছেড়ে দেওয়া হচ্ছে না। বরং স্কোয়াডে রেখে রেজিস্ট্রেশন না করানোর পথে হাঁটতে পারে বাগান শিবির। ডিসেম্বর নাগাদ ফিট হয়ে উঠতে পারেন তিনি।
গত বছর আইএসএল-এ এফসি গোয়ার বিপক্ষে ফতোরদা স্টেডিয়ামে এসিএল-এ চোট পান তিনি। মরশুমের মাঝপথে পোগবা এবং কাউকোকে হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল সবুজ মেরুন শিবির। সেখান থেকেই চ্যাম্পিয়ন হয়েছে বাগান।
ফিনিশ তারকার রিকভারির বিষয়টিও নজর রাখা হবে। গতবার তিরিকে যেমনভাবে আনরেজিস্টার্ড হিসাবে রেখে দেওয়া হয়েছিল, সেই রণকৌশলও এবার নেওয়া হচ্ছে জনি কাউকোর ক্ষেত্রে।
মরসুমে কোনও বিদেশি দলকে প্রভাবিত করতে ব্যর্থ হলে, কাউকো ফিট হওয়া মাত্র সই করিয়ে নেওয়া হতে পারে তাঁকে বাদ দিয়ে।
কাউকোকে নিয়ে বাগানের।কৌশল কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।