ইভান গঞ্জালেজকে ছেড়ে দেওয়া নিয়ে টালবাহানা চলছিল ইস্টবেঙ্গলের অন্দরমহলে। এখনও এক বছরের চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে ইভানের। চুক্তির মেয়াদ থাকাকালীন স্প্যানিশ তারকাকে ছাড়তে হলে চুক্তির পুরো অর্থ দিতে হবে, এমনই দাবি করা হয়েছিল ডিফেন্ডারের তরফ থেকে।
ঘটনা হল, সেই টালবাহানা কাটিয়ে ইস্টবেঙ্গল সম্ভবত রিলিজ করে দিতে চলেছে ইভানকে। ইভানের বদলি হিসাবে নিয়ে ইস্টবেঙ্গলের নজরে হোসে আন্তোনিও পারদো লুকাস। স্প্যানিশ লিগে বেশ চেনা নাম হোসের। লিগার নামি দুই ক্লাব ভ্যালেন্সিয়া এবং ভিলারিয়েল-এর ইউথ সেট আপের প্রোডাক্ট তিনি। ভিলারিয়েলের সি দলের হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে পারদোর। প্ৰথম কয়েকটি সিজনে লোয়ার ডিভিশনের আলিকান্তে সিএফ, ভিয়াজয়েসা, ভ্যালেন্সিয়া ম্যাসিয়ার মত একাধিক দলের হয়ে খেলতে দেখা যায় তাঁকে।
২০১২-য় স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনে রিক্রিয়েটিভো হুয়েলভার জার্সিতে সই করেন তিনি। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের একাধিক ক্লাব রিয়েল ওভাইদো, হারকিউলিস, ল্য হোয়া লরকা, মেরিদা, এক্সটিমাদুরা, কার্তাহেনা, ইবিজা, বারদোজ-এ খেলেছেন।
তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি চূড়ান্ত হলে স্পেনের বাইরে এই প্ৰথমবার পা রাখবেন তিনি। এশিয়া কোটায় সম্ভবত অস্ট্রেলীয় স্টপার জর্ডন এলসেকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। পারদোর সঙ্গে চুক্তি সম্পন্ন হলে এলসের সঙ্গেই রক্ষণ সামলাতে হবে স্প্যানিশ লিগে দেড় দশকের বেশি অভিজ্ঞ তারকাকে।
এই চুক্তি বাস্তবায়িত হয় কিনা, সেদিকেই আপাতত নজর সকলের।