নতুন কোচ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ইস্টবেঙ্গল। বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। সেই বৈঠকে মেলেনি সমাধানসূত্র। জানানো হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই কোচ ঘোষণা করে ফেলবে ক্লাব। তবে সম্ভাব্য কোচের দৌড় থেকে একদমই ছিটকে গিয়েছেন গামবাউ। ইমামির তরফে গামবাউয়ের সঙ্গে একপ্রস্থ কথা চালানো হয়েছিল। তবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আপত্তি জানানো হয় বার্সেলোনার প্রাক্তন যুব কোচকে নিয়ে। ভারতীয় ফুটবলে তিনি সফল নন, এই বিষয়টির সঙ্গে ফুটবলারদের সঙ্গে তাঁর অতীতের দুর্ব্যবহারের বিষয়টিও সামনে আনা হয়েছিল।
তারপর থেকে গামবাউ কার্যত ছিটকে গিয়েছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ হওয়ার দৌড় থেকে। যদিও ইস্টবেঙ্গলের তরফে ইমামিকে দেওয়া একাধিক কোচের বায়োডেটা নিয়ে নড়াচড়া করা হচ্ছে। হাবাস তো রয়েইছেন, সেই সঙ্গে লাল-হলুদ বস হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন সের্জিও লোবেরা, আলবার্তো রোকা এমনকি এটিকেকে চ্যাম্পিয়ন করা হোসে মোলিনা-ও। আতলেতিকো মাদ্রিদের কিংবদন্তি মোলিনা ২০১৬-এ এটিকেকে চ্যাম্পিয়ন করেছিলেন আইএসএল। ২০১৮-র বিশ্বকাপে স্পেনের শোচনীয় বিপর্যয়ের পর ফার্নান্দো হিয়েরোর জায়গায় স্প্যানিশ ফুটবল সংস্থার স্পোর্টিং ডিরেক্টরও হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: কাদায় যেন পদ্মফুল! জাতীয় দলে সুযোগ পেয়েই ইস্টবেঙ্গল তারকা আগুন জ্বালাচ্ছেন, মুগ্ধ স্টিম্যাচও
হাবাসকে ক্লাব ভীষণভাবেই চাইছে। তবে প্ৰশ্ন তোলা হচ্ছে হাবাসের বয়স নিয়ে। এমনকি দেড় বছর ফুটবল কোচিংয়ের বাইরে তিনি। এটিকে থেকে সরে যাওয়ার পর ৬৫ বছরের হাবাসের হাতে এখন কোনও ক্লাব নেই। সক্রিয় ফুটবল জগৎ থেকে সরে থাকা গুরু কতটা ইস্টবেঙ্গলের পুনরুত্থানের কাজে আসবেন, তা নিয়েই ভেবে দেখা হচ্ছে।
বিনিয়োগকারী সংস্থার তরফ থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানানো হচ্ছে, একাধিক কোচ এই মুহূর্তে আলোচনায় রয়েছেন। তবে কোনও কোচ অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, কোনও কোচ আবার অন্য স্পোর্টিং ফেডারেশনের সঙ্গে যুক্ত, কেউ হয়ত সক্রিয় কোচিংয়ের বাইরে। সমস্ত বিষয় দেখেশুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই।