/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/mohun-bagan-ronaldo.jpg)
ভারতীয় ফুটবলে তিনি বিস্ময় প্রতিভা। সুনীল ছেত্রীর পর ভারতীয় ফুটবলের ব্যাটন বওয়ার জন্য তাঁকেই ভাবা হচ্ছে। সেই সাহাল আবদুল সামাদকে নিয়ে সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের তরফে উৎসাহ প্রকাশ করা হয়েছে।
সৌদি লিগ এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগমনের আগে থেকেই তারকাদের ভিড় জমছিল মধ্যপ্রাচ্যের এই লিগে। তবে সিআরসেভেনের আগমন ইউরোপ থেকে নামি ফুটবলারদের আগমনের এক্সোডাস খুলে দিয়েছে। মার্সেলো ব্রজভিচ, করিম বেনজিমা, রুবেন নাভাস, রবার্তো ফিরমিনহো, সাদিও মানে, তালিসকা, জোটাদের মত সুপারস্টারদের ঠিকানা এখন সৌদি প্রো লিগ।
আর সেই লিগের তরফেই এবার বড়সড় উৎসাহ প্রকাশ করা হল ভারতীয় ফুটবলের আগামীর পোস্টার বয় সাহাল আবদুল সামাদের জন্য। কেরালা ব্লাস্টার্সের কাছে সাহালের জন্য এমনিতেই তদবির শুরু করেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। সাহালকে পাওয়ার জন্য লিস্টন কোলাসোকেও ছেড়ে দিতে তৈরি ছিল সবুজ মেরুন শিবির। সোয়াপ ডিলে বাগান চাইছিল সাহালকে।
SAFF Cup Champions! 🏆🇮🇳 Unstoppable spirit, unforgettable victory. This one's for the fans and our nation! 🙌 pic.twitter.com/WgHpMI6cTZ
— Sahal Abdul Samad (@sahal_samad) July 5, 2023
তবে কেরালা প্ৰথমে সেই প্রস্তাব নাকচ করে দেওয়ার পরে ইস্টবেঙ্গল সোয়াপ ডিলের সঙ্গে ট্রান্সফার ফি-ও দিতে রাজি হয়েছিল। কেরালা ব্লাস্টার্সের তরফে ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দর হাঁকা হয়েছিল। ঘটনা হল, সাহালের জন্য বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি এমনকি চেন্নাইয়িন এফসিও ঝাঁপিয়েছিল।
তবে সাহালের ঠিকানা এবার আইএসএল ছেড়ে হতে পারে রোনাল্ডোদের লিগে। এর আগেও বিদেশে খেলার অফার এসেছিল সাহালের কাছে। আইসল্যান্ডের শীর্ষ সারির দল আইবিভি ভেস্তমানায়েআর, এ লিগের চ্যাম্পিয়ন ক্লাব মেলবোর্ন সিটি চেয়েছিল সাহালকে। তবে দুবার-ই ভিসা জটিলতায় বিদেশে খেলার স্বপ্ন পূরণ হয়নি সাহালের। এবার সৌদি লিগে খেলার স্বপ্ন পূরণ হবে সাহালের সেটা সময়ই বলবে।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করা ডিফেন্ডার এবার বাগানে! রবিবার কাঁপিয়ে দেওয়া ঘোষণা সবুজ মেরুনের
আরব আমিরশাহির আল ইত্তিহাদ একাডেমি থেকে উত্থান। কর্মসূত্রে বাবা-মা দুজনেই থাকতেন আরব মুলুকে। তবে ওখান থেকে প্রাথমিক ফুটবল পাঠ সম্পন্ন করেই কেরালায় ফিরে স্থানীয় পর্যায়ে ভাল পারফরম্যান্স করার সুবাদে সন্তোষ ট্রফিতে সুযোগ পেয়ে যান। আর সন্তোষে ঝকঝকে পারফরম্যান্স করার সুবাদে কেরালা ব্লাস্টার্স নিজেদের বি দলের জন্য সই করিয়েছিল সাহালকে। তারপরে উল্কার গতিতে ভারতীয় ফুটবলে উঠে এসেছেন। বর্তমানে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ রেনে মুলস্টেইন কেরালার কোচ থাকার সময় যুব দল থেকে বেশ কয়েকজন তরুণকে সিনিয়র দলের অভিষেক ঘটিয়ে দেন। এর মধ্যে ছিলেন সাহালও।
তারপরে আর ফিরে তাকাতে হয়নি। ডেভিড জেমস হোক বা এলকো স্যাতোরি হয়ে বর্তমান ইভান ভুকুমানোভিচ- প্রত্যেক কোচের নির্ভরযোগ্য অস্ত্র হয়ে উঠেছেন সাহাল।
আক্রমণাত্মক মিডফিল্ডার। তবে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে যেমন খেলতে পারেন তেমন উইং ধরেও অপারেট করতে পারেন। এমন একজন ভার্সেটাইল ফুটবলার যে কোনও দলের সম্পদ। তাই সাহালের মত ফুটবলারকে পাওয়ার জন্য যে মুখিয়ে থাকবে, সেটাই প্রত্যাশিত।