কেরালা ব্লাস্টার্স দলের তারকা আদ্রিয়ান লুনা ভয়ঙ্কর সংবাদ দিলেন ফুটবল মহলকে। তাঁর ছয় বছর বয়সের শিশু কন্যা মারা গিয়েছে। উরুগুয়ের তারকা প্লে মেকার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই দুংসংবাদ জানিয়ে দিলেন ফুটবল মহলকে।
Advertisment
তাঁর কন্যা জুলিয়েটা সিস্টিস ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ৩০ বছরের তারকা কেরালা ব্লাস্টার্সকে গত বছর ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন। ফাইনালে যদিও হায়দরাবাদ এফসি পেনাল্টিতে বাজিমাত করে ট্রফি জিতে যায়। তৃতীয়বার আইএসএল ফাইনালে উঠেও হারতে হয়েছিল কেরালাকে। তবে লুনা আইএসএল মাতিয়ে দিয়েছিলেন।
গত বছর জুলাইয়ে কেরালা ব্লাস্টার্স আদ্রিয়ান লুনাকে নেওয়ার কথা ঘোষণা করে। সমস্ত বয়সভিত্তিক দল মিলিয়ে উরুগুয়ের জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৯টি ম্যাচ। ২০০৯-এ ফিফা অনুর্দ্ধ-১৯ এবং ২০১০-তে ফিফা অনুর্দ্ধ-২০ বিশ্বকাপে খেলেছিলেন তারকা এই ফুটবলার। দুই বিশ্বকাপেই একটি করে গোল রয়েছে তারকার।
আইএসএলে নাম লেখানোর আগে লুনা ১১ বছরের ফুটবল কেরিয়ারে খেলেন ৩৩৬টি ম্যাচ। ৪৭ গোলের পাশাপাশি তাঁর নামের পাশে ৪৫টি এসিস্টও। মেলবোর্ন সিটি থেকে কেরালা ব্লাস্টার্সে জার্সিতে লুনার আইএসএল অভিষেক হয় এটিকে মোহনবাগানের বিপক্ষে। সেই ম্যাচে কেরালা ২-৪ গোলে হেরে গেলেও লুনা জর্জে পেরেরা দিয়াজকে দিয়ে গোল করিয়ে গিয়েছিলেন। ফিরতি পর্বে কেরালা ২-২ গোলে রুখে দিয়েছিল বাগানকে। সেই ম্যাচে জোড়া গোল করে যান সুয়ারেজের দেশের তারকা।
গত মরশুমেই কেরালাকে প্ৰথম জয়ের স্বাদ এনে দেওয়ার নেপথ্য নায়ক-ও ছিলেন তিনি। ওড়িশা এফসির বিরুদ্ধে কেরালার জোড়া গোলে ছিল লুনার এসিস্ট। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেরালা ১-১ ড্র করে। সেই ম্যাচের সেরা হয়েছিলেন লুনা।