Advertisment

MBSG trolls: ফাইনাল ম্যাচ, ইওর পারফর্ম…. বাংলাদেশি সাংবাদিকের ভাইরাল ইংরেজি নিয়ে ঝড় তুললেন বাগান ফুটবলাররা

Bangladeshi reporter trolled: ইংরেজিতে সড়গড় না হওয়ায় শুধুমাত্র ভাঙাভাঙা কয়েকটি শব্দই বলতে পেরেছিলেন রাজিবুল। রাসেল-নারিন-মঈন আলিদের তিনি জিজ্ঞাসা করছিলেন, 'ফাইনাল ম্যাচ, ইয়োর পারফরম্যান্স, হোয়াট হ্যাপেনিং?' তাঁর এই ভাঙা ইংরেজি দুর্বোধ্য ঠেকেছিল বিপিএলে অংশ নিতে আসা বিদেশি ক্রিকেটারদের। আন্দ্রে রাসেল তো সরাসরি বলেই দিয়েছিলেন, 'হোয়াট ডাজ দ্যাট মিন?' অর্থাৎ, এর অর্থ কী!

author-image
IE Bangla Sports Desk
New Update
BPL, ISL, Mohun Bagan, Mohun Bagan Super Giants

ISL trolls Bangladeshi journalist: এভাবেই বাংলাদেশি সাংবাদিককে মস্করা করলেন মোহনবাগান ফুটবলাররা। (ফেসবুক)

ISL champion MBSG footballers troll Bangladeshi Reporter: লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান কয়েকদিন আগেই। সেই জয়ের রেশ এখনও রয়েছে সবুজ মেরুন শিবিরে। তবে মুম্বইকে হারানোর পর জয়ের মঞ্চেই অভিনবভাবে সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গেল মেরিনার্স তারকাদের। জয়ের পর বাংলাদেশের সেই ভাইরাল সাংবাদিক রাজিবুল ইসলামকে নিয়ে মস্করায় মেতে উঠতে দেখা গেল মোহনবাগানের মনবীর সিং, আনোয়ার আলিদের। সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পাকিস্তানে একাধিকবার ওই বাংলাদেশি সাংবাদিককে নিয়ে মস্করা করা হলেও, ভারতে এটাই প্রথমবার ঘটল। অবশ্য ভিডিওটির সত্যতা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যাচাই করে দেখেনি।

Advertisment

কিন্তু, সেই ভাইরাল ভিডিওর সূত্র ধরে বলা হচ্ছে যে মোহনবাগানের ফুটবলাররা নাকি বাংলাদেশের ওই সাংবাদিককে নিয়ে মস্করা করেছেন! মোহনবাগানের একাধিক ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। যদিও অফিসিয়াল পেজ-এ এই ভিডিও শেয়ার করা হয়নি।

এই ঘটনার সূত্রপাত বাংলাদেশি প্রিমিয়ার লিগে। ঢাকায় সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচেই ঝড় তোলেন ওয়েস্ট ইন্ডিয়ান জনসন চার্লস। তবে ম্যাচের শেষে চার্লস নন, শিরোনামে উঠে আসেন বাংলাদেশি সাংবাদিক রাজিবুল ইসলাম। ম্যাচের পর মাঠে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিতে তিনি ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে পাকড়াও করছিলেন একের পর এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারদের।

তবে ইংরেজিতে সড়গড় না হওয়ায় শুধুমাত্র ভাঙাভাঙা কয়েকটি শব্দই বলতে পেরেছিলেন রাজিবুল। রাসেল-নারিন-মঈন আলিদের তিনি জিজ্ঞাসা করছিলেন, 'ফাইনাল ম্যাচ, ইয়োর পারফরম্যান্স, হোয়াট হ্যাপেনিং?' তাঁর এই ভাঙা ইংরেজি দুর্বোধ্য ঠেকেছিল বিপিএলে অংশ নিতে আসা বিদেশি ক্রিকেটারদের। আন্দ্রে রাসেল তো সরাসরি বলেই দিয়েছিলেন, 'হোয়াট ডাজ দ্যাট মিন?' অর্থাৎ, এর অর্থ কী!

সেই ভিডিও ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। তুমুল হাসির খোরাক হয়েছিলেন সংশ্লিষ্ট সাংবাদিক। সেই অস্বস্তিকর স্মৃতি হঠাৎ চাগার দিয়ে ওঠে পাকিস্তানে পিএসএল চলাকালীন। মুলতান সুলতানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড। ম্যাচের পর মাঠে ইসলামাবাদের বিদেশি তারকা ম্যাথু ফোর্ডেকে দেখা গিয়েছিল, বাংলাদেশি ওই সাংবাদিককে নকল করে ইংরেজিতে সতীর্থদের প্রশ্ন করতে, 'ফাইনাল ম্যাচ, ইওর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং…?' সেই প্রশ্ন শুনে হাসিতে ফেটে পড়ে ইসলামাবাদ দলের কিউই তারকা কলিন মুনরো। পুরো ভিডিওটি ইসলামবাদ ইউনাইটেড নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করেছিল। ভাইরাল হয়েছিল সেই ভিডিও।

আরও পড়ুন- বিশ্বকাপে কোহলিকে নতুন ভূমিকায় প্ল্যানিং রোহিতদের! ধ্বংস হয়ে যেতে চলেছে যশস্বী জয়সওয়ালের স্বপ্ন

এরপরে পাকিস্তান ক্রিকেট দল আর্মি ট্রেনিংয়ের সময় বাংলাদেশি সাংবাদিককে নিয়ে তুমুল হাসি ঠাট্টায় মেতে ওঠে। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল। এবার খোদ শিল্ড জয়ের পর মোহনবাগানি ফুটবলাররা স্মরণ করলেন সেই ভাইরাল ঘটনাকে।

Mohun Bagan journalist Bangladesh Pakistan Cricket
Advertisment