ফুটবল কেরিয়ার পুরোটাই স্কটল্যান্ডে। স্কটিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপ মিলিয়ে প্রায় একদশক কখনও দেশের বাইরে খেলতে হয়নি। তবে স্কটিশ লিগের সুপারস্টার কোনর শিল্ডসকে এবার ভারতে আসছেন। চেন্নাইয়িন এফসির আপফ্রন্টে এবার আইএসএল মাতাতে প্রস্তুত থাকবেন তিনি।
আর আইএসএল-এই কোনরের সঙ্গে অন্যভাবে রিইউনিউন ঘটবে জেসন কামিন্সের। চলতি দলবদলে মোহনবাগান সুপারজায়ান্ট লিগের ইতিহাসে সবথেকে বেশি টাকা খরচ করে কলকাতায় নিয়ে এসেছে স্কটিশ বংশোদ্ভূত অজি স্ট্রাইকার জেসন কামিন্সকে।
সেই কামিন্সের সঙ্গেই এবার মোলাকাত হয়ে যাবে কোনরের। চেন্নাইয়িনের নতুন স্কটিশ রিক্রুট কোনর যেমন আলবেনিয়ান রোভার্স, সান্ডারল্যান্ড, আন্ডারশট টাউন, কুইন্স পার্ক, মাদারওয়েলের মত নামি ক্লাবে খেলেছেন। তেমনই এ লিগে নাম লেখানোর আগে স্কটিশ লিগে কামিন্স প্রিমিয়ারশিপ এবং চ্যাম্পিয়নশিপ মিলিয়ে খেলেছেন হাইবেরিয়ান, নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স, পিটার্সবরো ইউনাইটেড, লুটন সিটির মত দলে।
আরও পড়ুন: জনি কাউকোর দেশে ইস্টবেঙ্গলের জার্ভিস! সেরার সেরা ক্লাবে দু-বছরের চুক্তিতে ইংরেজ তারকা
পুরোনো প্রতিপক্ষের সঙ্গেই এবার মোলাকাত হবে কামিন্সের। চেন্নাইয়িনের কোনর শিল্ডস পেশাদারি কেরিয়ার শুরু করেন আলবিয়ান রোভার্সের হয়ে। ২০১৮-য় শিল্ডস ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে নাম লেখান। মাঝে ছয় মাসের জন্য লোনে আলোয়া এথলেটিকে খেলা বাদ দিয়ে টানা খেলেন সান্ডারল্যান্ডে। এরপরে স্কটিশ প্রিমিয়ার শিপ, লিগ ওয়ান ১৫৯ ম্যাচে খেলেছেন তিনি।
জামশেদপুর এফসির প্রাক্তন কোচ আওয়েন কয়েল এবার চেন্নাইয়িনের দায়িত্ব নিয়েছেন। আইএসএল ছেড়ে কয়েল মাঝে স্কটিশ লিগে কুইন্স পার্কের দায়িত্বে ছিলেন। সেই সময় কুইন্স-এই খেলতেন শিল্ডস। আইএসএল-এ প্রত্যাবর্তন করে নিজের পুরোনো শিষ্যকেই ফেরালেন তিনি। এর আগে জর্ডন মারেকেও সই করিয়েছেন তিনি।