টানা তিন বছর ইস্টবেঙ্গলে খেলা তারকাকে তুলে নিল মহামেডান! বড় আপডেট মিলল সোমবারেই

দলবদলের বাজারে বড়সড় আপডেট দিল মহামেডান

দলবদলের বাজারে বড়সড় আপডেট দিল মহামেডান

author-image
Subhasish Hazra
New Update
NULL

দলবদলের বাজারে ভালমত আপডেট দিল মহামেডান। আগামী আইএসএল-এর আগে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে আঙ্গুসানাকে সই করিয়ে ফেলল সাদা-কালো শিবির। বেশ কয়েকদিন ধরেই ময়দানে জল্পনা চলছিল ইস্টবেঙ্গল তারকাকে নিয়ে। সোমবারই পড়শি মহামেডানের তরফে জানিয়ে দেওয়া হল, আঙ্গুসানাকে সই করানো হল বেশ কয়েকবছরের চুক্তিতে।

Advertisment

ট্রাউ এফসি থেকে ইস্টবেঙ্গলে আঙ্গুসানা যোগ দিয়েছিলেন ২০২০-তে। তারপর তিন সিজন মিলিয়ে আইএসএল-এ ২৯ ম্যাচ খেলে ফেলেছিলেন মণিপুরি এই মিডফিল্ডার। একটা গোলে এসিস্টও ছিল তাঁর।

publive-image

Advertisment

শ্রী সিমেন্ট জমানায় আঙ্গুসানাকে নিয়মিত ছিলেন লাল-হলুদে। গত সিজনে ইমামি ইনভেস্টর হিসাবে যোগ দিলেও আঙ্গুসানাকে রেখে দেওয়া হয়েছিল। এবার কার্লেস কুয়াদ্রাত এসে গোটা দল খোলনলচে বদলে ফেলেছেন। আঙ্গুসানার সঙ্গেও চুক্তি নবীকরণ করেনি ইস্টবেঙ্গল। গত মাসেই জানিয়ে দেওয়া হল, ইস্টবেঙ্গল রিলিজ করছে আঙ্গুসানাকে।

ইস্টবেঙ্গলের ছেড়ে দেওয়া সেই আঙ্গুসানাকেই এবার সই করিয়ে ফেলল মহামেডান।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal FC