Advertisment

মাত্র এক বছরের চুক্তি বাড়ল ফেরান্দোর! বড় ঘোষণার দিন মুখ খুললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও

সঞ্জীব গোয়েঙ্কা কী বললেন স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তি বাড়িয়ে

author-image
Subhasish Hazra
New Update
NULL

প্রত্যাশা মতই আইএসএল জয়ী কোচকে আরও এক বছরের জন্য ধরে রাখল মোহনবাগান সুপার জায়ান্টস। মেরিনার্সদের তরফে মঙ্গলবার বড়সড় ঘোষণা করে দেওয়া হল। ২০২১-এ আইএসএল চলাকালীন নাটকীয়ভাবে হুয়ান ফেরান্দো বাগানের হটসিটে বসেছিলেন আন্তোনিও লোপেজ হাবাসকে সরিয়ে। তারপর হত সিজনেই আইএসএল-এ চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিয়ার্ড। পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগান।

Advertisment

স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, "হুয়ানের সঙ্গে নতুন মরশুমে চুক্তি নবীকরণ করতে পেরে আমরা খুশি। গত মরশুমে ও আমাদের আইএসএল চ্যাম্পিয়ন করেছে। এই সিজনে ওঁর কাছে আরও সাফল্য ও ট্রফির প্রত্যাশা রইল।"

আরও পড়ুন: ইউরো কাপে ইতিহাস গড়া কিংবদন্তিকে পেতে ঝাঁপাল বাগান! প্ল্যান বানচাল করতে ময়দানে গোয়া-কেরালাও

সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন বাগানের বস-ও। ক্লাবের তরফে পাঠানো প্রেস বিবৃতিতে হুয়ান ফেরান্দো বলে দিয়েছেন, "মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হিসেবে সুযোগ দেওয়ার জন্য খুশি। এই জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। দলের তরফে প্রতিশ্রুতি দিলাম, আগামী মরশুমেও আমরা সেরাটা দেব। গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় নতুন সিজনে সদস্য-সমর্থকদের তরফে প্রত্যাশাও অনেক বেশি থাকবে। আমাদের দর্শনই হল প্রতি সিজনেই আরও উন্নতি করা, সাফল্য ধরে রাখা। গতবারের থেকেও এবারের দল আরও শক্তিশালী। আইএসএল চ্যাম্পিয়ন হওয়া তো বটেই এএফসি কাপেও ভালো ফল করার জন্য আমাদের লক্ষ্য থাকবে। ১৫ জুলাইয়ের মধ্যেই সমস্ত ফুটবলার কলকাতায় চলে আসবে। তারপরেই নতুন মরসুমের প্রস্তুতি চালু করব আমরা।"

আরও পড়ুন: স্প্যানিশ লিগের ম্যাজিশিয়ানকে প্রস্তাব ফেরান্দোর বাগানের! মনবীরকে বাদ দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি

গত দুই মরশুম ধরেই ইন্টার জোনাল সেমিতে পৌঁছেছে বাগান। এবার আরও ভাল ফলাফল করতে চাইবেন ফেরান্দো বাহিনী। গত সিজনে এটিকে মোহনবাগান নামে আইএসএল খেলেছিল। এটিকে এবং মোহনবাগানের মার্জারের পর দুই ক্লাবের পরিচয় হয়েছিল এটিকে মোহনবাগান। তবে সবুজ মেরুন শিবিরের পর দীর্ঘদিন ধরে তীব্র আপত্তির পর চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চেই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দেন, 'এটিকে' আর থাকবে না। মোহনবাগান সুপার জায়ান্টস নামে মাঠে নামবেন সবুজ মেরুন ফুটবলাররা। ঘটনাচক্রে মার্জারের আগে তিনটে আইএসএল খেতাব জিতেছিল এটিকে। এটিকে মোহনবাগান পরিচয়ে গতবারেই প্ৰথম চ্যাম্পিয়ন হয় মেরিনার্সরা।

Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment