আলবেনিয়ান ফুটবলের কিংবদন্তি তিনি। জাতীয় দলের হয়ে খেলছেন ২০১২ থেকে। উয়েফা ইউরো কাপে জাতীয় দলের হয়ে অংশ নিয়েছেন। এবং দেশের জার্সিতে প্ৰথম আলবেনিয়ান হিসাবে গোল করার কীর্তিও তাঁর। দেশের হয়ে সর্বোচ্চ সক্রিয় গোলদাতাও তিনি।
সেই আর্মান্দো সাদিকুকে এবার বড়সড় প্রস্তাব দিল মোহনবাগান সুপার জায়ান্টস। শুধু বাগানই নয়, আলবেনিয়ান তারকাকে পেতে ঝাঁপাল কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়ার মত নক্ষত্রখচিত দল। স্প্যানিশ লিগের রেসিং দ্যা সান্তানদোরের অফারও রয়েছে তাঁর কাছে। গত সিজনে রক্ষণ বোঝাই করে আইএসএল অভিযানে নেমেছিল এটিকে-মোহনবাগান। কোনও পজিটিভ স্ট্রাইকার ছাড়াই খেতাব জিতে নিয়েছিল সবুজ মেরুন শিবির। এবার নাম বদলের সঙ্গেসঙ্গে যেন দলের স্ট্র্যাটেজিও বদলে ফেলতে চাইছেন কোচ ফেরান্দো। কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সেন্টার ফরোয়ার্ড জেসন কামিন্সের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি করেছে বাগান।
আরও পড়ুন: মাত্র এক বছরের চুক্তি বাড়ল ফেরান্দোর! বড় ঘোষণার দিন মুখ খুললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও
উইথড্রয়াল হিসাবে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস। লিস্টন-মনবীরও থাকছেন। এদিকে, মনবীরের জায়গায় বাগান শিবিরের পক্ষ থেকে আবার অফার করা হয়েছে স্প্যানিশ লিগে দিপোর্তিভো ল্য করুনার আলবার্তো কুইলেসকে। যদিও নিজের সেরা সময়ে কুইলেস ভারতে আসবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এমন অবস্থায় মোহনবাগানের তরফে অফার করা হল আর্মান্দো সাদিকুকে।
আলবেনিয়া, স্পেন, বলিভিয়া, সুইজারল্যান্ড মিলিয়ে ১৪টি পৃথক পৃথক ক্লাবের হয়ে খেলেছেন দীর্ঘ দেড় দশকের ফুটবল কেরিয়ারে। আলবেনিয়ান লিগের তারবিনা কেরিকের হয়ে সিনিয়র পর্যায়ে হাতেখড়ি। তারপর আলবেনিয়ান ফুটবলের মহীরুহ হয়ে উঠেছেন। সুইস লিগেও অন্যতম নক্ষত্র হিসাবে খেলেছেন লোকার্নো, লুগানো, ভাদুজ-এর মত ক্লাবে। বিখ্যাত পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশ-তেও খেলেছেন। লা লিগার সেরার সেরা দল মালাগা, লেভান্তে, লা পামাস-এর মত ইউরোপ কাঁপানো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: স্প্যানিশ লিগের ম্যাজিশিয়ানকে প্রস্তাব ফেরান্দোর বাগানের! মনবীরকে বাদ দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি
আলবেনিয়ান লিগে আচরণগত কারণে নিষিদ্ধ হওয়ার পর পাড়ি জমিয়েছিলেন সুইস লিগে। লোকার্নোতে প্ৰথম সিজনেই দুর্ধর্ষ খেলেন। জিতে নেন সুইস চ্যালেঞ্জার লিগ। পরের সিজনে লুগানোর জার্সিতে ২০ গোল করে ফের সুইস চ্যালেঞ্জার লিগে টপ স্কোরার হন।
সুইজারল্যান্ডের শীর্ষ লিগে জুরিখের জার্সিতে ৩ বছর কাটিয়েছেন। তবে প্ৰথম দিকে সেরা ছন্দে পাওয়া যায়নি আলবেনিয়ান সুপারস্টারকে। চোট-আঘাতে জর্জরিত হয়ে অধিকাংশ সময়েই বাইরে কাটাতে হচ্ছিল তাঁকে। ২০১৫/১৬ সিজনে ১৮ ম্যাচে ৮ গোল করে দলের টপ স্কোরার হওয়া সত্ত্বেও জুরিখের তরফে সাদিকুকে লোনে পাঠিয়ে দেওয়া হয় সেই সময় অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা ভাদুজ-এ। সাদিকু ভাদুজের অবনমন বাঁচিয়ে হিরো হয়ে যান সুইস ফুটবলে।
জাতীয় দলের হয়ে দীর্ঘ একদশক ধরে খেলে ১২ গোল তাঁর নামের পাশে। সকল চিকেলেশির সঙ্গে তিনিই আপাতত যুগ্মভাবে আলবেনিয়ার হয়ে সক্রিয় সর্বোচ্চ গোলদাতা।
২০১৬-য় ইউরো কাপে জাতীয় দলের হয়ে খেলেছেন। সেবার-ই আলবেনিয়ার হয়ে ইউরোর মঞ্চে প্ৰথমবার গোল করে যান তিনি। সুইজারল্যান্ডের কাছে প্ৰথম ম্যাচে হেরে গেলেও রোমানিয়ার বিরুদ্ধে দলকে দুর্ধর্ষ গোল করে জয় এনে দেন সাদিকু। ইউরোর মঞ্চে সেটাই আলবেনিয়ার প্ৰথম জয়। ইউরো কাপ, বিশ্বকাপের কোয়ালিফিকেশনে নিয়মিত বিশ্বের সেরা সেরা দলের মুখোমুখি হয়েছেন তিনি। ইতালি, বসনিয়া, স্পেনের মত নক্ষত্রখচিত দলের বিপক্ষে শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সাদিকুর।
আইএসএল-এ তিনি নাম লেখাচ্ছেন নিশ্চিত। তবে কোন দলের হয়ে, সেটাই আপাতত দেখার।