/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mohun-bagan-2.jpg)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আগেই জানানো হয়েছিল, আলবেনিয়ান সুপারস্টার আর্মান্দো সাদিকুর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে বাগানের। সেই চুক্তিই সরকারিভাবে সবুজ মেরুন শিবির ঘোষণা করে দিল রবিবার। সমর্থকদের খুশির খবরে ভাসিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। অজি ফরোয়ার্ড জেসন কামিংসের সঙ্গে আপফ্রন্টে জুটি বাঁধবেন সাদিকু।
সাদিকু গত সিজনে খেলেছেন লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি কার্তাহেনায়। স্প্যানিশ লিগে অভিজ্ঞ তারকার সঙ্গে দু-বছরের চুক্তি হল সাদিকুর।
Mariners, your new HERO is here🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/z8B8NPcD3f
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 25, 2023
বাগানের জার্সিতে সই করে আর্মান্দো সাদিকু ক্লাবের পাঠানো প্রেস বিবৃতিতে জানিয়েছেন, "স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে উচ্চ ধারণা তৈরি হয়েছে। স্পেন থেকে ভারতে খেলতে আসা তারকারা এখানকার ফুটবল সম্পর্কে সদর্থক কথাবার্তা বলেছেন। মোহনবাগান আমাকে প্রস্তাব পাঠানোর পর আইএসএল নিয়ে খোঁজখবর শুরু করি। এবং সমস্ত খবরাখবর নেওয়ার পর মাত্র এক সপ্তাহের মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টকে হ্যাঁ বলে দিই।। ভারতে শতাব্দীপ্রাচীন মোহনবাগানে গর্বের এবং ঐতিহ্যের ইতিহাস রয়েছে। ১৩৩ বছরের প্রাচীন ক্লাবের জার্সি গায়ে চাপাব, ভাবতেই ভালো লাগছে। সতীর্থদের সঙ্গে আমরা এবারও আইএসএল খেতাব ডিফেন্ড করতে পারব, এই বিষয়ে আমরা আশাবাদী।"
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের পোস্টার বয়কে পেতে কোটি কোটি টাকার অফার বাগানের! ঝড় উঠল ISL-এ
আলবেনিয়ান ফুটবলের কিংবদন্তি তিনি। জাতীয় দলের হয়ে খেলছেন ২০১২ থেকে। উয়েফা ইউরো কাপে জাতীয় দলের হয়ে অংশ নিয়েছেন। এবং দেশের জার্সিতে প্ৰথম আলবেনিয়ান হিসাবে গোল করার কীর্তিও তাঁর। দেশের হয়ে সর্বোচ্চ সক্রিয় গোলদাতাও তিনি।
আলবেনিয়া, স্পেন, বলিভিয়া, সুইজারল্যান্ড মিলিয়ে ১৪টি পৃথক পৃথক ক্লাবের হয়ে খেলেছেন দীর্ঘ দেড় দশকের ফুটবল কেরিয়ারে। আলবেনিয়ান লিগের তারবিনা কেরিকের হয়ে সিনিয়র পর্যায়ে হাতেখড়ি। তারপর আলবেনিয়ান ফুটবলের মহীরুহ হয়ে উঠেছেন। সুইস লিগেও অন্যতম নক্ষত্র হিসাবে খেলেছেন লোকার্নো, লুগানো, ভাদুজ-এর মত ক্লাবে। বিখ্যাত পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশ-তেও খেলেছেন। লা লিগার সেরার সেরা দল মালাগা, লেভান্তে, লা পামাস-এর মত ইউরোপ কাঁপানো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।
🇦🇱 Armando Sadiku headed Albania's first goal at a major finals #OTD at EURO 2016! 🙌 pic.twitter.com/SHZMvptaJz
— UEFA EURO 2024 (@EURO2024) June 19, 2021
আলবেনিয়ান লিগে আচরণগত কারণে নিষিদ্ধ হওয়ার পর পাড়ি জমিয়েছিলেন সুইস লিগে। লোকার্নোতে প্ৰথম সিজনেই দুর্ধর্ষ খেলেন। জিতে নেন সুইস চ্যালেঞ্জার লিগ। পরের সিজনে লুগানোর জার্সিতে ২০ গোল করে ফের সুইস চ্যালেঞ্জার লিগে টপ স্কোরার হন।
সুইজারল্যান্ডের শীর্ষ লিগে জুরিখের জার্সিতে ৩ বছর কাটিয়েছেন। তবে প্ৰথম দিকে সেরা ছন্দে পাওয়া যায়নি আলবেনিয়ান সুপারস্টারকে। চোট-আঘাতে জর্জরিত হয়ে অধিকাংশ সময়েই বাইরে কাটাতে হচ্ছিল তাঁকে। ২০১৫/১৬ সিজনে ১৮ ম্যাচে ৮ গোল করে দলের টপ স্কোরার হওয়া সত্ত্বেও জুরিখের তরফে সাদিকুকে লোনে পাঠিয়ে দেওয়া হয় সেই সময় অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা ভাদুজ-এ। সাদিকু ভাদুজের অবনমন বাঁচিয়ে হিরো হয়ে যান সুইস ফুটবলে।
আরও পড়ুন: ডার্বি জিততেই হবে, বাগানে কোটি কোটি টাকার চুক্তি করেই স্বপ্নপূরণের টার্গেট থাপার
জাতীয় দলের হয়ে দীর্ঘ একদশক ধরে খেলে ১২ গোল তাঁর নামের পাশে। সকল চিকেলেশির সঙ্গে তিনিই আপাতত যুগ্মভাবে আলবেনিয়ার হয়ে সক্রিয় সর্বোচ্চ গোলদাতা।
২০১৬-য় ইউরো কাপে জাতীয় দলের হয়ে খেলেছেন। সেবার-ই আলবেনিয়ার হয়ে ইউরোর মঞ্চে প্ৰথমবার গোল করে যান তিনি। সুইজারল্যান্ডের কাছে প্ৰথম ম্যাচে হেরে গেলেও রোমানিয়ার বিরুদ্ধে দলকে দুর্ধর্ষ গোল করে জয় এনে দেন সাদিকু। ইউরোর মঞ্চে সেটাই আলবেনিয়ার প্ৰথম জয়। ইউরো কাপ, বিশ্বকাপের কোয়ালিফিকেশনে নিয়মিত বিশ্বের সেরা সেরা দলের মুখোমুখি হয়েছেন তিনি। ইতালি, বসনিয়া, স্পেনের মত নক্ষত্রখচিত দলের বিপক্ষে শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সাদিকুর।