Advertisment

কামিন্সকে সই করিয়ে মুখ খুললেন ফেরান্দো, অজি তারকাকে বাছাই করার আসল কারণ ফাঁস

বড় আপডেটে বুধবার তোলপাড় ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট

author-image
Subhasish Hazra
New Update
NULL

অবশেষে বুধবার এল সেই মহেন্দ্রক্ষণ। কাতার বিশ্বকাপে খেলা দুর্ধর্ষ স্ট্রাইকার জেসন কামিন্সের আগমনের ঘোষণা সরকারিভাবে সেরে ফেলল মোহনবাগান শিবির। এ লিগের শেষ ম্যাচে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের জার্সিতে হ্যাটট্রিক করে আইএসএল-এ পা রাখছেন অজি সুপারস্টার।

Advertisment

আর সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে উচ্ছ্বসিত জেসন কামিন্স প্রেস বিবৃতিতে বলে দিয়েছেন, "আইএসএল এখন এ লিগের ফুটবলারদের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে। গত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবলের দিকে নজর রেখেছিলাম। মোহনবাগানের তরফে প্রস্তাব পাওয়ার পরে ক্লাবের বিষয়ে আরও খোঁজখবর নিতে শুরু করেন। তারপরেই জানতে পারি ভারতীয় ফুটবলে মোহনবাগান ক্লাবের ঐতিহ্য অপরিসীম। তাছাড়া গত সিজনেই এই ক্লাব আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আমি আশাবাদী, আগামী তিন সিজনে মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি আমরা যোগ করতে পারব।"

"যখন দলের কোচ হুয়ান ফেরান্দো এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, বুঝতে পারি স্রেফ ভারত সেরা হওয়াই মোহনবাগানের লক্ষ্য নয়। এএফসি কাপের মত প্রতিযোগিতায় ভাল ফল করে এশীয়, আন্তর্জাতিক স্তরে নিজেদের জানান দিতে উদগ্রীব ওঁরা। ক্লাব ম্যানেজমেন্টের এই ভাবনার সঙ্গে আমার মানসিকতার মিল রয়েছে। আমিও চাই জেতার উদগ্র বাসনা নিয়ে সমস্ত টুর্নামেন্টে নামুক ক্লাব। চ্যাম্পিয়ন হওয়াতেই একমাত্র পাখির চোখ হোক আমাদের।"

"আমাকে নিয়ে মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ইতিমধ্যেই টের পেয়েছি। আমার মোবাইলে শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। এতে আমি দারুণভাবে আপ্লুত। সকলকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকদের খুশি করার জন্য নিজের সেরাটা দেব।"

জেসন কামিন্সকে দলে কেন সই করালেন, বাগানের স্প্যানিশ কোচ বলে দিয়েছেন, "জেসন কেমন ফুটবলার সকলেই জানেন। প্রচন্ড আক্রমণাত্মক এবং প্রেসিং ফুটবল খেলতে পারে। যা আমার রণকৌশলের সঙ্গে একদমই মানানসই। বল কন্ট্রোল করে জায়গা তৈরি করতে পারে। গোলের সামনে দারুণ ক্ষিপ্র। ফিনিশিংও বেশ ভালো। সবথেকে বড় বিষয় হল, ওয়ান টু ওয়ান সিচুয়েশনে ও দারুণ সফল। পাশাপাশি ও একজন আদ্যন্ত টিম ম্যান।"

"জেসন কামিন্সের মত সদ্য বিশ্বকাপ খেলে আসা এক ফুটবলার ভারতে আসতে রাজি হয়েছে, এটা বড় বিষয়। এতেই প্রমাণিত ইন্ডিয়ান সুপার লিগ ভারতীয় ফুটবলের উন্নতিতে কতটা সহায়ক হচ্ছে।"

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment