Advertisment

দেশের সেরা প্রতিভায় নজর পড়ল মোহনবাগানের! প্রীতমকে ছাড়তে পারে সবুজ মেরুন

তারকার দিকে হাত বাড়াল এবার মোহনবাগান

author-image
Subhasish Hazra
New Update
NULL

আনোয়ার আলির মত তরুণ সেন্টার ব্যাককে মোহনবাগান সই করতে চলেছে আগামী সিজনের জন্য। এবার রক্ষণ আরও শক্তপোক্ত করার জন্য সবুজ মেরুন শিবির চাইছে কেরালা ব্লাস্টার্সের ২২ বছরের সেন্টার ব্যাক হরমিপাম রুইভাকে। সূত্রের খবর এমনটাই। আইএফটি নিউজ মিডিয়ার সূত্রে বলা হচ্ছে, কেরালা ব্লাস্টার্সের কাছে ভালো আর্থিক প্রস্তাব রাখা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষের তরফে। তবে চুক্তি এখনও চূড়ান্ত নয়। কেরালা ব্লাস্টার্সের তরফে ট্রান্সফার ফি তো বটেই সেই সঙ্গে সোয়াপ ডিল চাওয়া হচ্ছে। কেরালার তরফে প্রস্তাব রাখা হয়েছে হরমিপামকে পেতে হলে ট্রান্সফার ফির সঙ্গে প্রীতম কোটালকে ছাড়তে হবে। প্রীতমকে যদি মোহনবাগান ছেড়ে দেয় তাহলে কেরালার রক্ষণে দুই ফুলব্যাক পজিশনে দুই বাঙালিকে দেখা যাবে। প্রীতম কোটাল এবং প্রবীর দাস খেলবেন কাঁধে কাঁধ মিলিয়ে, একসঙ্গে।

Advertisment

মণিপুরী ডিফেন্ডারের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করে রেখেছে ব্লাস্টার্স শিবির। এই চুক্তি ভেঙে তরুণ তারকাকে নিতে হলে বড়সড় আর্থিক দাবি মেনে নিতে হবে বাগান কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: বিশ্বকাপে বাঙালির মুখ উজ্জ্বল করেছিলেন! তাঁকে পেতেই এবার ঝাঁপাল ইস্টবেঙ্গল

সাইয়ের একাডেমি থেকে উত্থান হরমিপামের। সাই থেকে মিনার্ভা পাঞ্জাবের যুব দলে যোগ দিয়ে দলের অন্যতম সেরা অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৮/১৯ সিজনে হিরো এলিট লিগে মিনার্ভা পাঞ্জাবের যুব দলকে চ্যাম্পিয়ন করতে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিনি।

২০১৯-এ উঠতি তারকা লোনে মিনার্ভা থেকে যোগ দেন ইন্ডিয়ান এরোজে। এরোজের জার্সিতেই আইলিগে আত্মপ্রকাশ ঘটে হরমিপামের। লোন পর্ব শেষ হতেই মিনার্ভার হয়ে আরও এক সিজন আইলিগ খেলেন।

২০২১ থেকে হরমিপাম কেরালা ব্লাস্টার্সের নিয়মিত সদস্য। প্ৰথম বছরেই মুম্বই সিটির জার্সিতে আইএসএল অভিষেক ঘটে তাঁর। কেরালায় মার্কো লেসকোভিচের সঙ্গে দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। গত বছরে দুরন্ত পারফর্ম করার পর আর ফিরে তাকাতে হয়নি হরমিপামকে। চলতি বছরেই নতুন করে কেরালা দীর্ঘমেয়াদি চুক্তি করে আগামীর তারকার সঙ্গে।

তবে সেই চুক্তি ভেঙে মোহনবাগান তরুণ প্রতিভাকে কলকাতায় নিয়ে আসতে পারে কিনা, সেটাই দেখার।

Mohunbagan Kolkata Football Indian Football Mohun Bagan ISL atk-mohun-bagan Mohun Bagan Super Giants
Advertisment