মোহনবাগান ছাড়লেন জাতীয় দলে খেলা তারকা! ISL কাঁপাবেন নক্ষত্রখচিত ক্লাবে

ফের এক বাগান তারকা ক্লাব ছাড়লেন

ফের এক বাগান তারকা ক্লাব ছাড়লেন

author-image
Subhasish Hazra
New Update
mohun-bagan

মোহনবাগান (এক্সপ্রেস ফটো শশী ঘোষ)

মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন বছর দুয়েক আগে। তবে সবুজ মেরুন জার্সিতে খেলা আর হয়নি। মাত্র এক ম্যাচ খেলেছিলেন। বাকি সময় লোনেই কাটিয়েছেন রাজস্থান ইউনাইটেডে। সেই রিকি শাবং লোন পর্ব শেষে এবার যোগ দিলেন পাঞ্জাব এফসিতে।

Advertisment

ইন্ডিয়ান এরোজ থেকে ২০২০/২১ মরশুমে রিকি মাত্র ১৯ বছর বয়সে যোগ দিয়েছিলেন বাগান শিবিরে। তবে নিয়মিত খেলার সুযোগ পাননি। বাগান থেকে লোনে তারকাকে পাঠিয়ে দেওয়া হয় রাজস্থান ইউনাইটেডে। আইলিগে দারুণ পারফর্ম করেন তিনি। মাঝমাঠে একাধিক পজিশনে খেলতে পছন্দ করেন। খেলা তৈরি করতে পারেন। সেন্ট্রাল মিডফিল্ডার শাবং আক্রমণে বেশ স্বচ্ছন্দ। রাজস্থানের হয়ে টানা পারফর্ম করার পর তাঁর ওপর নজর রেখেছিল একাধিক দল। শেষমেশ পাঞ্জাবের ডাকে সাড়া দিলেন তিনি। মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তিও শেষ হয়ে গিয়েছিল। বাগানের তরফে চুক্তি নবীকরণ করা হয়নি।

আরও পড়ুন: মেসির ক্লাবের বিখ্যাত কোচ এবার ভারতে! দু-বারের চ্যাম্পিয়ন ক্লাবের দায়িত্ব নিতেই শোরগোল

শিলংয়ের তারকার উত্থান রয়েল ওয়াহিংডো থেকে। ২০১৬-য় টিম ইন্ডিয়ার অনুর্দ্ধ-১৪ দলে সুযোগ পেয়ে যান। ২০১৮-য় এএফসি অনুর্দ্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই স্কোয়াডে ছিলেন রিকি। চার ম্যাচেই ভারতের প্ৰথম একাদশে জায়গা পেয়েছিলেন তিনি।

Advertisment

সিনিয়র পর্যায়ে রিকির অভিষেক ঘটে ইন্ডিয়ান এরোজের হয়ে। গোকুলাম কেরালার বিপক্ষে অভিষেক ঘটেছিল তাঁর।

এবার আইএসএল-এও অভিষেক ঘটবে রিকির। পাঞ্জাব এফসির হয়ে। আইএসএল-এ প্ৰথমবার খেলতে নামছে পাঞ্জাব এফসি। গ্রিক কোচ স্টাইকোস ভার্গাতিসকে হেড কোচ করে এবার আইএসএল অভিযানে নামছে পাঞ্জাবের ক্লাবটি। গত সিজনের হুয়ান মেরা, কিরণ চেম্পজন, লুকা মাজসেনের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে বিদেশি কোটায়। এফসি গোয়া থেকে এডু বেদিয়া, ইস্টবেঙ্গল থেকে অমরজিৎ সিং কিয়াম, রাজস্থান ইউনাইটেড থেকে মেলরয় আসিসির মত তারকাদের নিয়ে তরুণ স্কোয়াড গড়েছে পাঞ্জাব। রিকি শাবংয়ের অন্তর্ভুক্তি যে পাঞ্জাবের শক্তি বৃদ্ধি করবে, তা নিয়ে সন্দেহ নেই।

Mohunbagan Kolkata Football Indian Football Mohun Bagan ISL atk-mohun-bagan Mohun Bagan Super Giants