পোগবার বাগানে ভবিষ্যৎ চূড়ান্ত! সবুজ-মেরুন জার্সিতে মহা পরীক্ষার মুখে পলের বড়দা

পোগবার ভবিষ্যৎ কার্যত ঠিক হয়ে গেল

পোগবার ভবিষ্যৎ কার্যত ঠিক হয়ে গেল

author-image
Subhasish Hazra
New Update
NULL

মোহনবাগানে নতুন ধাঁধা নিয়ে হাজির হয়েছেন ফ্লোরেন্টিন পোগবা। হঠাৎ করেই বাগান শিবিরে আবির্ভাব ঘটেছে। গত সপ্তাহে শুক্রবার মাঝরাতে হাজির হয়ে গিয়েছিলেন কলকাতায়। কোচ হুয়ান ফেরান্দো, অজি সুপারস্টার জেসন কামিন্সের সঙ্গে।

Advertisment

তারপরেই জল্পনা তুঙ্গে ওঠে, তিনি আগামী সিজনেও মোহনবাগানে থাকছেন কিনা, তাই নিয়ে। এমনিতে মোহনবাগানের সব বিদেশি এবার চূড়ান্ত। আক্রমণে দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে নিয়ে আসা হয়েছে জেসন কামিন্স, সাদিকুকে। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন হুগো বুমোস। রক্ষণে বিদেশি কোটায় থাকছেন ব্রেন্ডন হ্যামিল। চোট পাওয়া জনি কাউকোকে আনরেজিস্টার্ড হিসাবে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাগান থেকে ছেড়ে দেওয়া বিদেশিদের মধ্যে রয়েছেন তিরি, কার্ল ম্যাকহিউ, স্লাভকো, ফ্রেডরিকো গ্যালাগোরা। ম্যাকহিউকে প্রাথমিকভাবে ধরে রাখা হলেও আচমকা ক্লাবের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলেন আইরিশ তারকা। এফসি গোয়ায় নাম লেখাতে চলেছেন তিনি। তাঁর পরিবর্তে একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে বাগান শিবির।

আরও পড়ুন: মোহনবাগান ছাড়লেন জাতীয় দলে খেলা তারকা! ISL কাঁপাবেন নক্ষত্রখচিত ক্লাবে

Advertisment

তিরি, ম্যাকহিউ, স্লাভকোর মত ডিফেন্ডারকে এবার রিলিজ করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় পোগবার ফিরে আসা নতুন করে জল্পনায় জন্ম দিয়েছে। আসলে ঘটনা অন্য। পোগবাকে সরকারিভাবে এখনও রিলিজ করা হয়নি। চুক্তি অনুযায়ী, তিনি এখনও বাগানের ফুটবলার। ২০২৪-এর মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে কলকাতার জায়ান্টের সঙ্গে। তাছাড়া দলের যে হোয়াটসআপ গ্রুপ রয়েছে, সেখানেও তিনি রয়েছেন বহাল তবিয়তে।

ক্লাবের হোয়াটসআপ গ্রুপেই দলের প্রাক মরশুম অনুশীলন শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। তা দেখেই পোগবা নিজের খরচে কলকাতায় হাজির হয়ে গিয়েছেন। ক্লাব নাকি পোগবার আগমনের আগাম আগমনের খবর জানতেও পারেনি।

ঘটনা হল, মোহনবাগান অবশ্য এখনই পোগবার স্বজ আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে হাঁটছে না। আসন্ন ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচেই পোগবাকে খেলানো হবে। সেখানে তিনি প্রভাবিত করতে পারলেই আইএসএল-এর জন্য ভাবা হবে তাঁকে। এমনিতে ৩১ অগাস্ট পর্যন্ত দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে। এর মধ্যে নাটকীয় কিছু না ঘটলে পোগবাকে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতেই।

গত সিজনের শুরুতে ফ্লোরেন্টিন পোগবাকে ঢাকঢোল বাজিয়ে সই করানোর খবর জানিয়েছিল মোহনবাগান শিবির। ক্যাপ্টেনও করা হয় পল পোগবার দাদাকে। তবে মাঠে নেমে বাগান শিবিরের আস্থা মোটেই অর্জন করতে পারেননি তিনি। প্ৰথম একাদশে জায়গা হারানোর পর চোট পেয়ে গোটা সিজন থেকেই একসময় ছিটকে যান। শেষমেশ তাঁর জায়গায় সই করানো হয় স্লাভকো দামজানোভিচকে। তিনি দুর্ধর্ষ খেলে দলকে চ্যাম্পিয়ন করতে অন্যতম সেরা ভূমিকা রাখেন।

এবার পোগবা ডুরান্ড কাপে ভালো পারফর্ম করে দলের আস্থা অর্জন করতে পারেন কিনা, সেটা সময়ই বলবে।

Mohunbagan Kolkata Football Indian Football Mohun Bagan ISL atk-mohun-bagan Mohun Bagan Super Giants