দল গঠন থেকে এবার মোহনবাগানের লক্ষ্য খুব পরিষ্কার। শুধুমাত্র দেশীয় পর্যায়ে সাফল্য নয়, এশীয় পর্যায়েও সেরা ক্লাব হতে চায় সবুজ মেরুন শিবির।
গত সিজনে কোনও প্রকৃত স্ট্রাইকার ছাড়াই স্কোয়াড সাজিয়েছিলেন কোচ হুয়ান ফেরান্দো। এবার ঠিক তার উল্টো। আক্রমণভাগ ভারি করে স্কোয়াড গড়ছেন স্প্যানিশ কোচ। উইথড্রয়াল হিসাবে আগের মত খেলবেন দিমিত্রি পেত্রাতোস। সেই সঙ্গে আপফ্রন্টে এবার জুটি বাঁধবেন আর্মান্দো সাদিকু এবং এ লিগের সুপারস্টার জেসন কামিন্স। তিন জনেরই প্ৰথম একাদশে খেলা নিশ্চিত। স্টপার হিসাবে প্ৰথম একাদশে খেলানো হবে ব্রেন্ডন হ্যামিল অথবা কার্ল ম্যাকহিউকে। চার বিদেশি কোটা এভাবেই সাজাতে চাইছেন কোচ ফেরান্দো।
আরও পড়ুন: ATK-র ISL চ্যাম্পিয়ন তারকাকে চাইছে ইস্টবেঙ্গল! ফের কলকাতায় ফিরবেন সুপারস্টার
এই ফর্মেশনে শুধু হুগো বুমোসের প্ৰথম একাদশে থাকা অনিশ্চিত নয়, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক কুরুনিয়ানদের মত ভারতীয় ফরোয়ার্ডদের প্ৰথম একাদশে জায়গা অনিশ্চিত। সেই কারণেই লিস্টন কোলাসোর জন্য মোহনবাগানকে অফার করেছে ওড়িশা এফসি। আবার মোহনবাগান কোলাসোর সঙ্গে সাহালের সোয়াপ ডিল করতে উৎসাহী। মনবীরকেও ধরে রাখা হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
এর মধ্যেই খবর কিয়ান নাসিরিকে পাওয়ার জন্য বাগানের কাছে অফার করেছে কেরালা ব্লাস্টার্স। নাসিরিকে পাওয়ার লড়াইয়ে রয়েছে চেন্নাইয়িন এফসিও। আরও কয়েকটি ক্লাব জামশেদ-পুত্রকে পেতে ইচ্ছুক। যদিও জানা যাচ্ছে, মোহনবাগানের তরফে কিয়ানকে বিক্রি করার এখনই কোনও ইচ্ছা নেই। বরং উল্টে কিয়ান নাসিরির সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়ানোর প্ল্যানিং রয়েছে বাগান শিবিরের। যদি না কোনও ফ্র্যাঞ্চাইজি বড়সড় আর্থিক প্রস্তাব নিয়ে হাজির হয় বাগান শিবিরে।
সিনিয়র পর্যায়ে কিয়ান নাসিরি যথেষ্ট আশা জাগিয়ে শুরু করেছেন। যুব পর্যায়ে মহামেডান, মোহনবাগান থেকে বেড়ে ওঠা কিয়ান ২০১৯ থেকে সিনিয়র পর্যায়ে খেলছেন সবুজ মেরুন জার্সিতে। কিবু ভিকুনার হাত ধরে বাগানের জার্সিতে আত্মপ্ৰকাশ কিয়ানের। ২০২১/২২ সিজন থেকে আইএসএল খেলছেন। অভিষেক ঘটান এএফসি কাপে নাসফের জার্সিতে। আর গত বছরের ডার্বি স্মরণীয় করে রেখেছিলেন হ্যাটট্রিক করে। গত দুই সিজন ধরে আইএসএল-এ এটিকে মোহনবাগানের হয়ে ২৩ ম্যাচ খেলে ফেলেছেন উদীয়মান এই প্রতিভা। নামের পাশে ৫ গোল। বেশিরভাগ সময়েই হুয়ান ফেরান্দো পরিবর্ত হিসাবে মাঠে নামিয়েছেন কিয়ানকে।
এমন উঠতি তারকার জন্য বাকি ফ্র্যাঞ্চাইজিরা যে উদগ্রীব হবে, তাতে আর সংশয় কী!