ট্রান্সফার সিজনে থামছেই না মোহনবাগান। কোটি কোটি টাকা খরচ করে এবার টুর্নামেন্টের ইতিহাসে সেরা দল গড়ছে সবুজ মেরুন শিবির। আইএসএল-এর ইতিহাসে সবথেকে দামীতম ফুটবলার হিসাবে এবার বাগান সই করিয়েছে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিংসকে। অনিরুদ্ধ থাপার সঙ্গে পাঁচ বছরের বিরাট চুক্তি কোনও দেশীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। ট্রান্সফার ফি-ই দিতে হয়েছে ৩ কোটি টাকা। আলবেনিয়ান ফরোয়ার্ড আর্মান্দো সাদিকুকেও কয়েক কোটি টাকায় কলকাতায় আনছেন বাগান কর্তারা।
এবার সবুজ মেরুন শিবির ঝাঁপাল ভারতীয় ফুটবলের ভাবী পোস্টার বয়কে পেতে। সুনীল ছেত্রীর পর ভারতীয় ফুটবলের সবথেকে বড় তারকা ধরা হয় সাহাল আব্দুল সামাদকে। সন্দেশ জিংগান কেরালা ব্লাস্টার্স ছেড়ে দেওয়ার পর ক্লাবের মুখ-ও তিনি। তাঁকে পেতেই এবার আদা জল খেয়ে ময়দানে নামল মেরিনার্সরা। ২০২৫ পর্যন্ত কেরালার সঙ্গে চুক্তি রয়েছে সামাদের। সেই চুক্তি ভেঙে ট্রান্সফার ফি দিয়ে এবারই সামাদকে সবুজ মেরুন জার্সি পরাতে চান হুয়ান ফেরান্দো। তাঁর জন্য কয়েক কোটি টাকা ট্রান্সফার ফি দিতেও আপত্তি নেই বাগানের। জানা যাচ্ছে এমনটাই।
আরও পড়ুন: ডার্বি জিততেই হবে, বাগানে কোটি কোটি টাকার চুক্তি করেই স্বপ্নপূরণের টার্গেট থাপার
আরব আমিরশাহির আল ইত্তিহাদ একাডেমি থেকে উত্থান। কর্মসূত্রে বাবা-মা দুজনেই থাকতেন আরব মুলুকে। তবে ওখান থেকে প্রাথমিক ফুটবল পাঠ সম্পন্ন করেই কেরালায় ফিরে স্থানীয় পর্যায়ে ভাল পারফরম্যান্স করার সুবাদে সন্তোষ ট্রফিতে সুযোগ পেয়ে যান। আর সন্তোষে ঝকঝকে পারফরম্যান্স করার সুবাদে কেরালা ব্লাস্টার্স নিজেদের বি দলের জন্য সই করিয়েছিল সাহালকে। তারপরে উল্কার গতিতে ভারতীয় ফুটবলে উঠে এসেছেন। বর্তমানে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ রেনে মুলস্টেইন কেরালার কোচ থাকার সময় যুব দল থেকে বেশ কয়েকজন তরুণকে সিনিয়র দলের অভিষেক ঘটিয়ে দেন। এর মধ্যে ছিলেন সাহালও। তারপরে আর ফিরে তাকাতে হয়নি। ডেভিড জেমস হোক বা এলকো স্যাতোরি হয়ে বর্তমান ইভান ভুকুমানোভিচ- প্রত্যেক কোচের নির্ভরযোগ্য অস্ত্র হয়ে উঠেছেন সাহাল।
আক্রমণাত্মক মিডফিল্ডার। তবে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে যেমন খেলতে পারেন তেমন উইং ধরেও অপারেট করতে পারেন। এমন একজন ভার্সেটাইল ফুটবলার যে কোনও দলের সম্পদ। সাহালকে পাওয়ার লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এমনকি সের্জিও লোবেরার ওড়িশা এফসিও। জানা যাচ্ছে, মোহনবাগানের তরফে প্রস্তাব গেলেও কেরালা ব্লাস্টার্স নিজেদের সেরা অস্ত্রকে এখনই হাতছাড়া করতে চাইছে না। বরং আরও বেশি দাম তোলার নীতি নিয়েছে ইয়োলো ব্রিগেড। সাহালের জন্য সর্বোচ্চ দর দেওয়া দলের সঙ্গেই চুক্তি করবে কেরালা।
আরও একটা সেরা চুক্তিতে সাহালকে কলকাতা ময়দানে এনে ফেলতে পারবে সবুজ-মেরুন বাহিনী, সেটাই এখন দেখার।