কলকাতা লিগে পুরোনো জার্সিতেই মাঠে নেমেছে সবুজ মেরুন শিবির। তবে ডুরান্ড এবং আইএসএল শুরু হওয়ার আগেই মোহনবাগানের নতুন জার্সি উন্মোচিত হল। আরপিএসজি অফিসে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার পাশে দাঁড়িয়ে নতুন জার্সি সমর্থকদের সামনে আনলেন জেসন কামিন্স এবং অনিরুদ্ধ থাপা।
গত সিজনের চ্যাম্পিয়ন দল প্রায় বদলে ফেলেছে সবুজ মেরুন শিবির। একের পর এক তারকাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রীতম কোটাল, পুইতিয়া, তিরি, স্লাভকোর মত তারকাদের রিলিজ করা হয়েছে। লিস্টন, মনবীর, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউদের জায়গা প্রথম একাদশে নিশ্চিত নয়। আর্মান্দো সাদিকু, জেসন কামিন্সদের মত তারকা বিদেশিদের যেমন সই করানো হয়েছে, ভারতের জাতীয় দলের একাধিক তারকার ঠিকানা হয়েছে এবার মোহনবাগান। সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলিদের মত সেরা তারকারা এবার খেলবেন মোহনবাগানের জার্সিতে।
আর পুরোনো তারকাদের নয়, কামিন্স, অনিরুদ্ধদের মত চলতি ট্রান্সফার সিজনে সই করানো তারকাদের হাত দিয়ে নতুন জার্সি উন্মোচন যেন অনেকটাই প্রতীকী।
মোহনবাগান প্রি সিজনে নেমে পড়েছে। হুয়ান ফেরান্দো, জেসন কামিন্স, ফ্লোরেন্টিন পোগবারা অনুশীলনে নেমে পড়েছেন। সমর্থকদের বিশাল আবেগকে সঙ্গী করে। তারপরেই এল এদিনের জার্সি লঞ্চ।
নতুন জার্সি উন্মোচন করে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলে দেন, "ফুটবলার এবং প্যাশনেট সমর্থকরা যারা মোহনবাগান পরিবারের অংশ, তাঁদের বন্ধন দৃঢ় করার প্রতীক এই জার্সি। একসঙ্গে আমরা উৎকর্ষের সন্ধানে এই যাত্রা অব্যাহত রাখব।"