ISL: Mohunbagan vs Odisha FC: শনিবারই লিগ শিল্ড সবুজ-মেরুন তাঁবুতে চলে আসত। কিন্তু, ওই দিন গোয়া এফসি ২-০ গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে। এই এফসি গোয়াই আইএসএলে মোহনবাগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী। গোয়ার হাতে এখনও তিনটি ম্যাচ আছে। তাদের পয়েন্ট আপাতত ২১ ম্যাচে ৪২। মোহনবাগান তাদের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাগানের পয়েন্ট আপাতত ২১ ম্যাচে ৪৯। এই পরিস্থিতিতে গোয়া যদি তিনটি ম্যাচেও জয়ী হয়, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৫১। আর, মোহনবাগান যদি রবিবারের ম্যাচেই ওড়িশাকে হারিয়ে দেয়, তবে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াবে ৫২। ফলে, মোহনবাগানের হাতে থাকা বাকি তিনটি ম্যাচের একটিতে জয়ী হলেই লিগ শিল্ড ঢুকবে বাগানের তাঁবুতে। আর, সেটা রবিবারই হতে পারে।
তাছাড়া, রবিবার মোহনবাগানের জেতার কথাও। কারণ, ওড়িশা এখনও আইএসএলের প্রথম ছয়েই ঢুকতে পারেনি। তারা আপাতত ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার সপ্তম স্থানে। তাদের আগে আছে মুম্বই সিটি। যাদের পয়েন্ট, ২১ ম্যাচে ৩২। মোহনবাগান আর ওড়িশা এখনও পর্যন্ত আইএসএলে পরস্পরের মধ্যে ১২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৬টি ম্যাচ ড্র হয়েছে। একটিতে ওড়িশা জিতেছে। আর, পাঁচটিতে জিতেছে মোহনবাগান।
ম্যাচে বাগানই এগিয়ে
সুতরাং, এই পরিসংখ্যানের দিকে তাকালেও ধরা যায় যে, মোহনবাগান ফেভারিট। সবচেয়ে বড় কথা হল, সবুজ-মেরুন ক্লাব এবার আইএসএলের পয়েন্ট তালিকায় একনম্বরে আছে। তাছাড়া রবিবারের ম্যাচ হবে বাগানের ঘরের মাঠ যুবভারতীতে। সেই হিসেবেও এই ম্যাচে মোহনবাগান ওড়িশার চেয়ে এগিয়েই আছে। আর, সেই কারণেই প্রাক্তন ফুটবলার থেকে কর্মকর্তারা মনে করছেন যে রবিবারই মোহনবাগানের লিগ শিল্ড জয় নিশ্চিত।
আরও পড়ুন- দিল্লিতে লাল-হলুদ ঝড়, পঞ্জাবকে ৩-১ গোলে হারিয়ে প্রথম ছয়ে ঢোকার ছক ইস্টবেঙ্গলের
প্রিয় দলের আইএসএল জয়ের সাক্ষী হতে চান মোহনবাগান সমর্থকরা। রবিবার সেই কারণে তাঁরা যুবভারতীতে উপস্থিত থাকতে চান। যুবভারতীর ৬২ হাজার দর্শকাসনের বেশির ভাগই তাই রবিবার ভরা থাকবে বলেই মনে করছে বাগান শিবির। সবচেয়ে বড় কথা, রবিবার বাগানের জয় নিশ্চিত হলে পরপর দু'বার লিগ শিল্ড জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবে মোহনবাগান। সেই কারণে বাগান সমর্থকদের কাছে ২৩ ফেব্রুয়ারির ম্যাচের গুরুত্বটা একদম আলাদা। আর তাই টিকিট পেতে প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন সকলেই। পাশাপাশি, বিভিন্ন পাড়ায় চলছে উৎসবের প্রস্তুতি।